বৃহস্পতিবার,২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ


নাসার প্রতিযোগিতায় বাংলাদেশকে ভোট দেয়ার আহ্বান


পূর্বাশা বিডি ২৪.কম :
১৩.০৫.২০১৭

পূর্বাশা  ডেস্ক:
যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার ‘নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ ২০১৭’ প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব পিপলস চয়েজ ক্যাটাগরিতে অবস্থান করছে বাংলাদেশের তিনটি প্রকল্প। অনলাইনে ভোটের মাধ্যমে প্রকল্পগুলো থেকে চূড়ান্ত বিজয়ী নির্বাচন করা হবে। তাই বাংলাদেশকে বিশ্বের সামনে তুলে ধরতে এই তিন প্রকল্পে ভোট দেয়ার আহ্বান জানানো হচ্ছে।
সম্প্রতি বিশ্বের সর্ববৃহৎ এ নাসা হ্যাকাথন প্রতিযোগিতায় অংশ নিতে দেশ থেকে ১১টি প্রকল্প মনোনীত করে বেসিস। এরমধ্যে ‘আত্ম উন্মেষ’, ‘জোয়াপ্থ২৫’ ও ‘টিম ইংলাইটাস’ নামের তিনটি প্রকল্প পিপলস চয়েজ ক্যাটাগরিতে স্থান পায়।
সংশ্লিষ্টরা জানান, পিপলস চয়েজ ক্যাটাগরিতে দেশীয় তিন প্রকল্প উঠে আসায় তা বাংলাদেশের জন্য খুবই গর্ব ও সম্মানের। আরও ৮টি প্রকল্প নাসার চূড়ান্ত প্রতিযোগিতার তালিকায় রয়েছে। তাই অনলাইনে ভোট প্রদানের মাধ্যমে বাংলাদেশী এ প্রকল্পগুলোকে বিজয়ী করার আহ্বান জানিয়েছেন তারা।
পিপলস চয়েজ ক্যাটাগরিতে থাকা প্রকল্পগুলোকে ভোট দিতে হলে প্রথমে (https://2017.spaceappschallenge.org/auth/signup) সাইটে গিয়ে বিনামূল্যে একটি অ্যাকাউন্ট খুলতে হবে। এরপর সাইটটিতে লগইন করে (https://2017.spaceappschallenge.org/vote) লিংকে যেতে হবে। সেখান থেকে বাংলাদেশী এই তিনটি প্রকল্প সার্চ করে প্রতিটিকে আলাদা আলাদাভাবে ভোট দিতে হবে। একটি অ্যাকাউন্ট থেকে দিনে একবার ভোট দেয়া যাবে। এভাবে আগামী ২১ মে পর্যন্ত প্রতিদিন একবার করে ভোট দেয়া যাবে।
পূর্বাশানিউজ/১৩-মে,২০১৭/ফারজানা


এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি