বুধবার,১লা মে, ২০২৪ খ্রিস্টাব্দ


হাজেরার চল্লিশ সন্তান


পূর্বাশা বিডি ২৪.কম :
১৪.০৫.২০১৭

পূর্বাশা ডেস্ক:

হাজেরা কোনো সন্তানের জন্ম দেননি। তবুও তার চল্লিশ সন্তান যাদের মায়ের পরম ভালবাসা এবং যত্ন করে লালন পালন করছেন তিনি। গর্ভে সন্তান ধারণ না করলেও হাজেরা তার সন্তানদের কম ভালবাসেন না। তাদের জন্যে খাবার তৈরি থেকে শুরু করে স্কুলে আনা নেওয়া, অসুস্থ হলে সুস্থ করে তোলার মত লালন পালনে ঘুম ভাঙ্গার পর সকাল থেকে গভীর রাতে ঘুমানোর আগ পর্যন্ত হাজেরার এ সন্তানরা তার জীবনের পরম প্রাপ্তি হয়েই থাকে। উঠতি বয়সে মা’কে হারিয়ে হাজেরা উপলব্ধি করেছেন মা কি জিনিস। ঢাকায় আদাবরে ‘শিশুর জন্যে আমরা’ নামে যে শিশু আশ্রম গড়ে তুলেছেন হাজেরা,সেখানে চল্লিশটি শিশু তাকে আম্মা বলেই ডাকে।

শিশুরাও হাজেরাকে গভীরভাবে ভালবাসে। যা হাজেরাকে জীবনের সংরক্ষণে, পারিবারিক ও সামাজিক অবিচারের বিরুদ্ধে লড়াইয়ের শক্তি যোগায়। ৪৬ বছর আগে হাজেরা খুব অল্প বয়সে তার মা’কে হারান। এরপর সৎ মায়ের অত্যাচার সইতে না পেরে মাত্র ৮ বছরে রাস্তায় নেমে আসেন। পেটের ক্ষুধা মেটাতে ভিক্ষা করেন, কৈশরেই তার স্খলন ঘটে, রাস্তায় ওঁত পেতে থাকা নির্মম নির্যাতন তাকে পতিতা বৃত্তিতে বাধ্য করে।

কিন্তু হাজেরার মধ্যে সুকুমার বৃত্তি কখনো নিঃশেষ হয়ে যায়নি। ২৩ বছর বয়সে তার তিক্ত অভিজ্ঞতা ও অতীতকে তিনি বিদায় জানান। রাস্তার ছেলেমেয়ে ও পতিতাদের ছেলেমেয়েদের জীবন বাঁচাতে ও তাদের লালন পালনে তিনি তার স্বপ্নকে বাস্তবে পরিণত করেন। পতিতাবৃত্তি করে যা কিছু সঞ্চয় তিনি করেছিলেন তা দিয়ে তিনি শুরু করেন আদাবরের ‘শিশুদের জন্যে আমরা’ আশ্রমটি। অনেকে তাকে অকাতরে দান করেন, উন্নয়ন প্রতিষ্ঠানগুলো তার পাশে এগিয়ে আসে। তার ছেলে মেয়ের মধ্যে ৫ জন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বাসিন্দা এবং বাকিরা আশ্রমে থাকেন।

হাজেরা নিজের শৈশব পাননি যা তিনি ফিরেও পাবেন না। তিনি চান এসব ছেলেমেয়ের শৈশব যেন বিনষ্ট না হয়। ভাড়া করা একটি বাড়িতে তাদের তিনি গড়ে তুলছেন। খাওয়া, পড়া এবং স্কুলে যাওয়া আসার মধ্যে দিয়ে তারা নিজেদের গড়ে ওঠার সুযোগ পেয়েছে।

হাজেরা বলেন, এরাই আমার পরিবার। আমি এই শিশুদের মধ্যে আমার মাতৃস্নেহ খুঁজে পাই। হাজেরার চোখের কোণে তখন জল হিরন্ময়য়ের মত চিক চিক করে ওঠে।

কিভাবে হাজেরার মাথায় এই শিশু আশ্রম গড়ে ওঠার চিন্তা আসে? তার মনে প্রশ্নের উদয় হয়, পতিতাদের ছেলেমেয়ের কোনো পরিচয় নেই, কোনো অধিকার নেই ও কোনো ভবিষ্যত নেই। কিভাবে অনৈতিকতার পথে সহজেই কিছু পয়সার জন্যে ক্ষুধা নিবৃত্তি না মেটাতে পেরে যৌন লালসার শিকার হয় মানুষ। আর তাদের সন্তানরা পিতৃপরিচয়হীন হয়ে কিভাবে রাস্তায় ঘুরে ঘুরে ভয়ঙ্কর সব অপরাধের সঙ্গে জড়িয়ে পড়ে।

২০১০ সালে হাজেরা তার আশ্রমটি চালু এবং দুই বছর পর সমাজকল্যান বিভাগ থেকে রেজিষ্ট্রেশন করেন। যখন মানুষ তাকে জিজ্ঞেস করত এধরনের আশ্রম দিয়ে তিনি কি করতে চান। জবাবে হাজেরা তাদের বলতেন, কঠিন বাস্তবতার মধ্যে দিয়ে তিনি বেড়ে উঠেছেন। তিনি কখনো চান না একটি মেয়ে পতিতালয়ে বেড়ে উঠুক। কোনো ছেলে দেখুক যে যৌনতার বিনিময়ে কারো কাছ থেকে তার মা পয়সা নিচ্ছে। হাজেরা যখন কথা বলছিলেন, তখন রাহাত নামের একটি ছেলে বারবার তার কাছে আসছিল। হাজেরা তাকে বলেন, যাও বাবা, বাচ্চাদের সঙ্গে খেলা কর। হাজেরা জানান, বাচ্চাদের শব্দ তার এ বাড়িটিকে চিত্তাকর্ষক করে রাখে।

২০০৮ সালে হাজেরা একটি উন্নয়ন সংস্থার সঙ্গে কাজ করতে শুরু করেন। পতিতাদের মধ্যে যারা এইচআইভি/এইডস আক্রান্ত বা আক্রান্ত না হতে পারে এসব বিষয় নিয়ে হাজেরাকে কাজ করতে হত। এই কাজের ফাঁকে তিনি থাইল্যান্ড, যুক্তরাষ্ট্র, ভারত ও কানাডা ভ্রমণের সুযোগ পান।

আশ্রম গড়ে তোলার পর হাজেরা পথশিশুদের নিয়ে সমাবেশ করেন। বাচ্চাদের তিনি চিকিৎসাও দেন। এসব শিশু আশেপাশের স্কুলে পড়তে যান। কোনো কোনো শিশু তার অভিভাবকের কাছে যেতে ভয় পায়, পাছে তারা তাদেরকে শিশু শ্রমে বাধ্য করেন এই ভয়ে। বাচ্চারা সবচেয়ে বেশি পছন্দ করে স্কুলে যেতে। যদিও ছেলে ও মেয়েকে তিনি সমান ভালবাসেন তবুও মেয়েদের জন্যে হাজেরার বাড়তি উদ্বেগ রয়েছে। ছেলেরা বড় হলে জীবীকার জন্যে যে কোনো কাজ করতে পারে, কিন্তু মেয়েরা তা পারে না। একটি মেয়ে কৈশোরে পা দিলেই তা অতিরিক্ত যত্ন খোঁজ খবর সহ বাড়তি মনোযোগের প্রয়োজন পড়ে। কোনো কোনো মেয়ে বড় হলে তাদের মা নিতে আসে, কিন্তু আমি তাদের ফিরিয়ে দিতে পারি না, কারণ তারা তাদের মেয়েকে পতিতাবৃত্তিতে বাধ্য করবে,তা আমি জানি। এজন্যে হাজেরার আশ্রমে একটি বালক ১০ গ্রেড পর্যন্ত পড়ালেখা ও থাকতে পারে। কিন্তু একটি মেয়ে চাইলে সারাজীবন থাকার সুযোগ পায়। হাজেরা বলেন, মেয়েদের জীবনই বিপন্ন হয়ে ওঠার সমুহ আশঙ্কা কাজ করে আমার মনে। আমি তাদের মৌলিক অধিকার ও মানব জীবনের মূল্য কি তা ভালভাবে উপলব্ধি করতে শেখাই। হাজেরা তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন যারা তার আশ্রমের জন্যে টাকা দেন, খাবার দেন এবং অন্যান্য সাহায্য সহযোগিতা করে থাকেন।

বিশ্ব মা দিবসে হাজেরার মধ্যে এক স্বপ্ন কাজ করে, এমন একটি প্রতিষ্ঠান করবেন তিনি যেখানে শিশুরা শিক্ষা পাবে এবং বড় হয়ে যা হতে চাইবে তা হতে পারবে। এবং এসব শিশুরাই বড় হয়ে প্রতিষ্ঠানটি পরিচালনা করবে। আমি চাই আমার আশ্রমের বাচ্চারা বড় হয়ে দেশের জন্যে এমন কিছু করুক যাতে দেশবাসী গর্ব করতে পারে। মানুষ যেন তাদের উদাহরণ দিতে পারে। প্রতিটি দিন আমি একজন সুখি মা হিসেবে থাকতে চাই। এই চাওয়ার মধ্যে তার চোখ ফের অশ্রুসজল হয়ে ওঠে।

পূর্বাশানিউজ/১৪-,মে ২০১৭/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি