পূর্বাশা ডেস্ক:
‘মা’। আহ! শব্দটি একদম ছোট একটি শব্দ। দুই ঠোঁট মেলালেই উচ্চারণ হয়ে যায়। ধ্বনিতে বেজে ওঠে শ্রদ্ধা ও ভালোবাসামাখা মায়াবী ‘মা’ সুরটি। এর অনুভূতি-স্বাদ অনেক গভীরের, যা শুধু সন্তান ছাড়া অন্য কারও পক্ষে উপলব্ধি করা দুষ্কর। শব্দটি উচ্চারণের সঙ্গে সঙ্গেই চোখের সামনে ভেসে ওঠে অনেক ভাবনা। অনেক ভালোবাসা। অনেক আবেগ। অনেক উচ্ছ্বাস। অনেক ভালো লাগা। তাইতো বলি, শুধু মমতাময়ী বা কোমলমতী দিয়ে বিশেষ এ নারীসত্তাকে বর্ণনা করা কারও পক্ষেই কখনও সম্ভব নয়। তুলির এক আঁচড়ে যেমন পরিপূর্ণ একটা ছবি আঁকা যায় না, ঠিক তেমনি জীবনের ঝুঁকি নিয়ে যে মানুষটি আমাদের দেখিয়েছেন পৃথিবীর আলো, এনে দিয়েছেন এক নতুন অস্তিত্ব, এক নতুন পৃথিবী, এক নতুন জীবন, এক নতুন অধ্যায়Ñ এককথায় কি আর তার মাহাত্ম্য প্রকাশ করা যায়! তা সম্ভব নয়। কখনও না।
আমার কাছে মা হচ্ছেন একটি রঙধনু। যার হরেক রঙ। একটা আলো। যার হরেক বাতি। একটা শব্দ, যার হরেক আওয়াজ। কখনও তিনি মমতাময়ী মা, কখনও পথনির্দেশক, কখনও শাসক, কখনও পালক। কখনও রাগী, কখনও হাসি। কখনও বিপদের আশ্রয় আর কখনওবা সবচেয়ে প্রিয় বন্ধু। একইসঙ্গে তার নানা রূপ ও রঙ। আর সেই রঙের আলোকচ্ছটা একেকজনের কাছে একেক রকম। জন্মের পর থেকে জীবনের শেষ পর্যন্ত মায়ের প্রতি সন্তানদের অনুভূতি থাকে একই রকম।
মায়ের ভালোবাসাকে কখনও একদিনের জন্য সীমাবদ্ধ করা যায় না। আর সেসব হৃদয়স্পর্শী অনুভূতি আমার বিশেষ আয়োজনে মিশিয়েও দেব না। মাকে আমি ‘মা’ বলেই ডাকি। শুধু আমি না, আমার সব ভাইন-বোনও। বাস্তবতা হলো, ‘মা’ ডাকটির মধ্যে যে স্বর্গীয় সুখ রয়েছে, অন্য কোনো ডাকে এতটা মধুরতা নেই। নেই কোনো স্বাদও। কারণ এ মহীয়সী নারীর জন্যই তো আমাদের আজ পৃথিবীতে আসা। তাই আমার দেখা নারীদের মধ্যে আমার মা সবচেয়ে সুন্দরী এবং একজন সফল মানুষ। মাঝে মাঝে মায়ের দিকে অপলক দৃষ্টিতে চেয়ে থাকি অবিরাম।
মনে পড়ে, মা আমাকে মাদরাসায় আনা-নেয়া, টিফিন তৈরি, ব্যাগ গোছানো, পড়াশোনা তো রয়েছেইÑ সবকিছু মা-ই করেন। আর করতে স্বাচ্ছন্দ্যবোধও করেন। এত বড় হয়েছি তবুও আজ অবধি নিজের হাতে দুই মুঠো ভাত খাইনি, নিজ হাতে মা-ই আদর করে মায়া ডাক দিয়ে খাইয়ে দেন। যে কেউ আমাদের বাসা দেখলে অটোমেটিকই বোঝতে পারবে মা আমার কতটা গোছানো। বাড়ির, ঘরের আলমারির প্রতিটি জিনিস আজও নিজ হাতে পরিপাটি করে সাজিয়ে রাখেন প্রতিনিয়ত। ঘুমাতে গিয়ে রাতে যখন বালিশে কানটা লাগাই তখন মাঝে মাঝে ভাবি, মা আমার এত কিছু একসঙ্গে করেন কী করে! আমার মা হচ্ছেন সূর্যের মতো, শুধুই আলো ছড়ান। আর সে আলোয় আলোকিত আমি। আমরা। আলহামদুলিল্লাহ্! আজ পর্যন্ত আমার সব ভালো কাজের পেছনে রয়েছে মায়ের ধৈর্য আর কঠোর পরিশ্রম। দোয়া ও ভালোবাসা। আর তা হবে নাই বা কেন, মা যে আমার পৃথিবী। তিনি ছাড়া যে আমার আর আশ্রয়স্থল নেই। সেই মায়েকে কষ্ট দেয়া, তার সঙ্গে দুর্ব্যবহার করা, তার কথা অমান্য করা নিঃসন্দেহে অনেক বড় গোনাহ। অনেক বড় অপরাধ। কোরআনে বর্ণিত হয়েছে, ‘তোমার প্রতিপালক আদেশ দিয়েছেন তিনি ছাড়া অন্য কারও ইবাদত না করতে এবং মা-বাবার প্রতি সদ্ব্যবহার করতে।’ (সূরা বনি ইসরাইল : ২৩)।
হাদিস শরিফে এসেছে, ‘একবার জনৈক সাহাবি নবী করিম (সা.) এর দরবারে এসে জিহাদে যাওয়ার তীব্র আকাক্সক্ষা প্রকাশ করলেন। রাসুল (সা.) তাকে জিজ্ঞেস করলেন, তোমার বাবা-মা কেউ কি জীবিত আছেন? সাহাবি হ্যাঁ সূচক জবাব দিলেন। রাসুল (সা.) বললেন, বাড়িতে গিয়ে তাদের সেবা করো।’ (বোখারি : ২৮৪২)।
মা-বাবা যখন বার্ধক্যে উপনীত হন, তখন তাদের প্রতি দায়-দায়িত্ব আরও বেড়ে যায়, তাদের সেবা-শুশ্রƒষা আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। বার্ধক্যের কারণে মা-বাবার মেজাজ কিছুটা খিটখিটে ধরনের হয়ে যেতে পারে, সামান্য বিষয় নিয়ে তুলকালাম কা- ঘটাতে পারেন, মুহূর্তেই যে কোনো বিষয়ে রেগে যেতে পারেন। নিজের কাছে তা অপছন্দ মনে হতে পারে। তাই তাদের এ অস্বাভাবিক আচরণকে স্বাভাবিকভাবে গ্রহণ করার নির্দেশ রয়েছে ইসলামে। কোরআনে বলা হয়েছে, ‘তাদের একজন বা উভয়ই জীবদ্দশায় বার্ধক্যে উপনীত হলে তাদের ‘উহ’ বলো না। তাদের ধমক দিও না, তাদের সঙ্গে সম্মানসূচক কথা বলো।’ (সূরা বনি ইসরাইল : ২৩)।
সন্তানের জন্য মা-বাবা উভয়ই কষ্ট করেন। তারপরও বাবার তুলনায় মায়ের হক অনেক বেশি। হজরত আবু হুরায়রা (রা.) বলেন, এক ব্যক্তি নবী করিম (সা) এর দরবারে এসে জিজ্ঞেস করলেন, কোন ব্যক্তি আমার সর্বাধিক সদাচরণ পাওয়ার অধিকারী? তিনি বললেন, তোমার মা। লোকটি বলল, তারপর কে? তিনি বললেন, তোমার মা। লোকটি বলল, তারপর কে? তিনি বললেন, তোমার মা। লোকটি বলল, তারপর কে তিনি বললেন, তোমার বাবা (মুসলিম)।
পূর্বাশানিউজ/১৫-,মে ২০১৭/রুমকী