পূর্বাশা ডেস্ক:মা-মেয়েকে ধর্ষণ করে ধর্ষণের সেই ভিডিও চিত্র মুঠোফোনে ধারণ করে তা ছড়িয়ে দেওয়ার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে সিলেটের জৈন্তাপুরে। গত বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ধর্ষণের ঘটনায় নিমার আহমদ (২৮) নামের ওই যুবককে গ্রেপ্তার করা হয়। জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিউল কবির জানান, ধরা পড়ার পর নিমার ঘটনার কথা স্বীকার করেছেন। তার মুঠোফোনে ২৫টি ভিডিও চিত্র পাওয়া গেছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ধর্ষণ ও পর্নোগ্রাফি আইনে শুক্রবার তার বিরুদ্ধে মামলা করেছে। তিনি বলেন, আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হওয়ায় সন্ধ্যায় নিমারকে আদালতে পাঠানো হয়েছে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, নিমার আহমদ পেশায় রাজমিস্ত্রি। একই এলাকার এক গৃহবধূর সঙ্গে তার প্রেমের সম্পর্কে গড়ে ওঠে। ওই নারীর সঙ্গে প্রায় ছয় মা
রুবেল মজুমদার