সোমবার,২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


ঘুরে দাঁড়াতে শুরু করেছে বিএনপি: ফখরুল


পূর্বাশা বিডি ২৪.কম :
১৫.০৫.২০১৭


পূর্বাশা ডেস্ক:

চিন্তা ও কাজের ক্ষেত্রে বিএনপি ঘুরে দাঁড়াতে শুরু করেছে বলে দাবি করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, বিএনপি চিন্তা ও কাজের ক্ষেত্রে যে ঘুরে দাঁড়াতে শুরু করেছে তার বড় প্রমাণ ‘ভিশন-২০৩০’। বিএনপি ঘোষিত ‘ভিশন-২০৩০’ নিয়ে গতকাল জাতীয় প্রেস ক্লাবে সেন্টার ফর ন্যাশনাল রিজিওনাল স্টাডিজ আয়োজিত গোলটেবিল বৈঠকে তিনি এ দাবি করেন। ‘ভিশন-২০৩০’ উপস্থাপন অনুষ্ঠান শেষ হতে না হতেই আওয়ামী লীগ নেতাদের প্রতিক্রিয়া দেয়ার সমালোচনা করে বিএনপি মহাসচিব বলেন, তারা বলছেন- এটা অন্তঃসার শূন্য, ফাঁপা বেলুন। কেউ কেউ আবার বলছেন, বিএনপি তাদের অনুকরণ করেছে। বিএনপি কোনোদিন আওয়ামী লীগের ভিশন অনুকরণ করেনি। আওয়ামী লীগই বিএনপিকে অনুকরণ ও অনুসরণ করে। বাস্তবতা হচ্ছে, আওয়ামী লীগ তাদের ভিশনে, তাদের রাজনীতিতে, তাদের গঠনতন্ত্রসহ বহুক্ষেত্রে আমাদের অনুসরণ করেছে এবং জিয়াউর রহমানকে অনুকরণ করেছে। তারপরও আমরা রাষ্ট্রক্ষমতা পরিচালনার দায়িত্বে থাকা আওয়ামী লীগের কাছে গঠনমূলক ভূমিকা প্রত্যাশা করি। জামায়াতের সঙ্গে বিএনপির সম্পর্কের বিষয়ে মির্জা আলমগীর বলেন,  জামায়াতের সঙ্গে সম্পর্কের বিষয়টি এই ভিশনে আসার বিষয় নয়। এই বিষয় পরিষ্কার করা দরকার। কারণ জামায়াত ও ২০ দলের সঙ্গে আমাদের যে ঐক্য, এই ঐক্যটা সম্পূর্ণভাবে আন্দোলনকেন্দ্রিক। আপনারা ২০ দলের ঘোষণাপত্র দেখুন- সেখানে পরিষ্কার করে বলা হয়েছিল, এই ২০ দল গঠন করা হচ্ছে আওয়ামী লীগ সরকারের একনায়কতন্ত্র, স্বৈরাচার এবং ফ্যাসিবাদি কায়দায় জনগণের বিরুদ্ধে যে ব্যবস্থা নিয়েছে, তাদেরকে পরাজিত করে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত করার জন্য একটা আন্দোলন সৃষ্টি করাই হচ্ছে এর মূল লক্ষ্য। সুতরাং ২০৩০ সালে জামায়াতের সঙ্গে বিএনপির কি সম্পর্ক  হবে এখানে ‘ভিশন-২০৩০’ সেটা প্রকাশ করার কোনো অবকাশ নেই। ‘ভিশন-২০৩০’ নিয়ে আলোচকদের বক্তব্যে বিভিন্ন দিক উল্লেখ করে তিনি বলেন, মতামত দেয়ার জন্য আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। তবে আমরা প্রত্যাশা করছি, আপনাদের মতামত লিখিতভাবে আমাদের জানাবেন। আমরা আপনাদের মতামত বিবেচনা করে দেখবো। গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বিএনপিকে উদ্দেশ করে বলেন, মাঠে কবে নামবেন, না এবারও বলবেন ঈদের পর? আপনারা আর কত অজুহাত দেবেন। বিএনপির ভিশন নিয়ে আওয়ামী লীগ নেতাদের বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, পরীক্ষার হলে নকল ছাড়া সব নকল করা ভালো। আপনারা বলছেন, বিএনপি অনুকরণ করেছে। খারাপ কিছু অনুকরণ না করা ভালো, ভালোর অনুকরণ করলে দোষের কিছু নেই। নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ভিশন-২০৩০ ঘোষণায় বলেছেন- বিএনপি আগামীদিনে রাষ্ট্র পরিচালনায় গেলে মুক্তিযুদ্ধের সঙ্গে সংশ্লিষ্ট যাবতীয় কর্মকাণ্ডকে যথাযথভাবে সম্মান ও গুরুত্ব দেয়া হবে। প্রশ্ন থেকে যায়- যদি বিএনপি আগামীদিনে নির্বাচনের মাধ্যমে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায় সে ক্ষেত্রে জামায়াতে ইসলামীর কী হবে? বিএনপি কি তখনও জামায়াতকে নিয়ে চলবে? মান্না বলেন, যাদের এখন যুদ্ধাপরাধের সঙ্গে জড়িত থাকার অপরাধে বিচার করা হচ্ছে, খালেদা জিয়া তাদের বিষয়টি স্পষ্ট করেননি। ডাকসুর সাবেক এই ভিপি বলেন, আওয়ামী লীগ ২০২১ সালকে টার্গেট করে ভিশন ঘোষণা করেছিল তখন বলেছিলাম ভালো হয়েছে। সমপ্রতি বিএনপির পক্ষ থেকে ২০৩০ টার্গেট করে ভিশন ঘোষণা করা হয়েছে। অন্তত এ কারণে এটা ভালো হয়েছে যে, দেশের প্রধান দুটো বড় রাজনৈতিক দল নিজ থেকে জবাবদিহিতার ক্ষেত্র তৈরি করছে। সংগঠনের নির্বাহী পরিচালক ব্যারিস্টার পারভেজ আহমেদের সঞ্চালনায় গোলটেবিল বৈঠকে কল্যাণ পার্টির চেয়ারম্যান মে. জে. (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীরপ্রতীক, গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, অর্থনীতিবিদ প্রফেসর ড. মাহবুব উল্লাহ, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের প্রফেসর দিলারা চৌধুরী, সাবেক সচিব ইসমাঈল জবিউল্লাহ, বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমীন ফারহানা, সহ-সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম বাবুল, সহ-তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক কাদের গনি চৌধুরী, আমিরুজ্জামান খান শিমুল, সাবেক এমপি সাখাওয়াত হোসেন বকুল ও সাংবাদিক নেতা রুহুল আমীন গাজী বক্তব্য দেন।

১৫ মে ২০১৭, সোমবার/ Choity.



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি