বৃহস্পতিবার,৯ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


৪৫ বছর ভাড়া ভবনে ঢাকা জেলা সিভিল সার্জন কার্যালয়!


পূর্বাশা বিডি ২৪.কম :
১৫.০৫.২০১৭

পূর্বাশা ডেস্ক:

স্বাধীনতার ৪৫ বছর পার হলেও ঢাকা জেলা সিভিল সার্জন কার্যালয় পায়নি নিজস্ব ভবন। যেখানে দেশের ৬৩ জেলা সিভিল সার্জন কার্যালয়ের নিজস্ব ভবন আছে। বর্তমানে রাজধানীর আজিমপুরের যে ভবন থেকে সিভিল সার্জনের কাজ পরিচালিত হচ্ছে, সে ভবন বিভাগীয় পরিবার পরিকল্পনা কার্যালয় অধীনস্থ জনসংখ্যা ভবন। তৃতীয় তলা বিশিষ্ট এ ভবনের শুধুমাত্র নিচতলায় সিভিল সার্জনের কার্যালয়। ঢাকা জেলাবাসীর স্বাস্থ্য কার্যক্রমের নেতৃত্বদানের সঙ্গে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, রাষ্ট্রীয় অতিথির খাবার, স্বাস্থ্য পুরোপুরি দেখভালের পাশাপাশি জাতীয় সংসদ, ঢাকা কেন্দ্রীয় কারাগারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের স্বাস্থ্য সম্পর্কিত বিষয় দেখভালের দায়িত্ব ঢাকা জেলা সিভিল সার্জনের।

সূত্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী- ঢাকা সিভিল সার্জন কার্যালয়ের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণীর জনবল মিলে মোট ৪৩জন বর্তমান ভবনে কাজ করছেন ২০০৮ সাল থেকে। সিভিল সার্জনের কক্ষে থাকা অনার বোর্ডের তথ্য অনুযায়ী, স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের প্রথম সিভিল সার্জন ডা. আবদুল হাই। সে থেকে বর্তমান সিভিল সার্জন ডা. এহসানুল করিমকে নিয়ে ২৪ জন সিভিল সার্জন (ভারপ্রাপ্তসহ) দায়িত্ব পালন করেছেন। আবদুল হাই’র আমল থেকে এখন পর্যন্ত ভাড়া ভবনেই চলতে হচ্ছে সিভিল সার্জন কার্যালয়কে। আবদুল হাই’র সময় কার্যালয়টি ছিল ঢাকার শান্তিনগরে ভাড়ায়, এরপর চামেলিবাগে ভাড়ায়, সেখান থেকে বর্তমান স্থানে স্থানান্তর হয়। স্বাধীনতার পূর্বে কার্যালয় ছিল বর্তমান ঢাকা জেলা প্রশাসক কার্যালয় সীমানার ভেতর।

সরেজমিনে দেখা গেছে, খুব গাদাগাদি করে কর্মকর্তা-কর্মচারিদের কাজ করতে হচ্ছে বর্তমান কার্যালয়ে। যে কক্ষে একজন বা দুইজন থাকার কথা সেখানে চার-পাঁচজনকে কাজ করতে হচ্ছে। জায়গা স্বল্পতার কারণে অফিসিয়াল নথিপত্র অবিন্যস্তভাবে রাখা। কক্ষে স্থান সঙ্কুলান না হওয়ায় বেশকিছু ভারী আসবাবপত্র বারান্দায় রাখা, সেখানে স্বাভাবিক হাঁটাচলাও দায়। বৃষ্টির সময় বারান্দা হয়ে পানিতে ভিজে যায় আসবাবপত্র। প্রয়োজনের তুলনায় গুদাম ক্ষুদ্র হওয়ায় মালামাল রাখা নিয়ে বেশ বিড়ম্বনায় পড়তে হয় সংশ্লিষ্টদের। উপযুক্ত জায়গা না থাকায় ইপিআই কার্যক্রম পরিচালনার জন্য টিকা রাখতে হচ্ছে তেজগাঁওয়ে।

সিভিল সার্জন অফিসের একটি সূত্রমতে, একসময় এই কার্যালয়, ঢাকা জেলা পুলিশ সুপারের কার্যালয় পাশাপাশি নির্মাণের কথা ছিল আগারগাঁওয়ে। কিন্তু অজ্ঞাত কারণে তা আর আলোর মুখ দেখেনি। নিজস্ব ভবনের বিষয়ে বিদায়ী সিভিল সার্জনরাও প্রয়োজন অনুযায়ী দৌঁড়ঝাঁপ করেননি।

বর্তমান সিভিল সার্জন ডা. এহসানুল করিম সোমবার দুপুরে এ প্রতিবেদককে বলেন, ঢাকার সুবিধাজনক স্থানে ভবন দরকার। সব থেকে ভাল হয় আগারগাঁওয়ে দিতে পারলে। না হলে তেজগাঁও থানা স্বাস্থ্য কমপ্লেক্স সীমানার ভেতর করা যায়।

তিনি বলেন, সিভিল সার্জন অফিস যেন তেজগাঁও থানা স্বাস্থ্য কমপ্লেক্স সীমানার ভেতর করা হয়, সেজন্য উচ্চ পর্যায়ে একটি প্রস্তাবনা দেয়া হয়েছে।

১৫/০৫/২০১৭/ Choity.



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি