সোমবার,২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


আপন জুয়েলার্সের ৯৩ কোটি টাকার স্বর্ণ-হীরা জব্দ


পূর্বাশা বিডি ২৪.কম :
১৬.০৫.২০১৭

পূর্বাশা ডেস্ক:

আপন জুয়েলার্সের দোকান থেকে ৯৩ কোটি টাকার বেশি স্বর্ণ ও হীরা সাময়িকভাবে জব্দ করেছে শুল্ক ও গোয়েন্দা অধিদপ্তর। যার কোন কাগজপত্র দেখাতে পারেনি মালিক পক্ষ।

সোমবার রাজধানীর শুলশানে আপন জুয়েলার্সের বিক্রয়কেন্দ্রে অভিযান চালানোর পর রাতে অধিদপ্তরের ফেসবুক পেইজে আটকের এই তথ্য জানানো হয়েছে।

অধিদপ্তরের ফেসবুক পাতায় জানানো হয়েছে, দোকানটি থেকে ২১১ কেজি স্বর্ণ আর ৩৬৮ গ্রাম হীরা আটক করা হয়েছে। এই বিপুল পরিমাণ স্বর্ণ ও হীরা বৈধ সরবরাহের কোন কাগজ দেখাতে পারেননি আপন জুয়েলার্স কর্তৃপক্ষ। আটককৃত স্বর্ণ ও হীরার মূল্য ৯৩ কোটি ৫৫ লাখ টাকা।

পরবর্তী কার্যক্রমের জন্য আইনানুগভাবে সাময়িকভাবে আটক করে সেগুলো দোকানের ভল্টে সিলগালা করে জিম্মা দেয়া হয়েছে। অভিযানের সময় বাংলাদেশ জুয়েলারি অ্যাসোসিয়েশনের নেতারা ও দোকান মালিক সমিতির প্রতিনিধিরাও এ সময় উপস্থিত ছিলেন বলেও জানানো হয়েছে।

এর আগে আপন জুয়েলার্সের পাঁচটি বিক্রয়কেন্দ্র সিলগালা করে দেয়া হয়। কিন্তু শুল্ক গোয়েন্দারা যে বিক্রয় কেন্দ্রটিতে আগে অভিযান চালায়নি সেটিতে অভিযান চালিয়ে এই বিপুল স্বর্ণালঙ্কার আটক করা হয়। সোনা এবং হীরার মজুদের উৎস সম্পর্কে তাৎক্ষণিক ব্যাখ্যা দিতে না পারার অভিযোগে আপন জুয়েলার্সের মালিকদের আগামী ১৭ই মে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ।

কিন্তু এর প্রতিবাদ জানিয়ে রীতিমতো বিবৃতি দিয়ে জুয়েলার্স সমিতি বলেছে, এ ধরণে অভিযানের মাধ্যমে সারাদেশে জুয়েলারি ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক এবং অস্থিরতা তৈরি করা হয়েছে। শুল্ক গোয়েন্দা বিভাগ অবশ্য দাবি করছে, জুয়েলারি খাতের অন্য ব্যবসায়ীদের আতঙ্কিত হওয়ার কিছু নেই।

বনানীর ধর্ষণের অভিযোগ নিয়ে ব্যাপক আলোচনার প্রেক্ষাপটে এই জুয়েলারির সোনা এবং হীরার মজুদ নিয়ে প্রশ্ন উঠে। শুল্ক গোয়েন্দা বিভাগ আপন জুয়েলার্সের বিক্রয়কেন্দ্র বন্ধ করে দেয়ার পাশাপাশি মালিকদেরও তলব করে। শুল্ক গোয়েন্দা বিভাগের প্রধান ড. ময়নুল খান বলেছেন, সোনা এবং হীরার মজুদ নিয়ে ব্যাখ্যা দিতে পারেনি বলেই আপন জুয়েলার্সের মালিকদের তলব করা হয়েছে। ধর্ষণের অভিযোগ এবং আপন জুয়েলার্সের বিক্রয়কেন্দ্রে অভিযান- দুটিকে এক বিষয় হিসেবে মোটেই দেখা হচ্ছে না। অন্য ব্যবসায়ীদের আতঙ্কিত হওয়ার কিছু নেই বলেও তিনি মন্তব্য করেছেন।

অন্যদিকে রেইনট্রি হোটেলে ধর্ষণের ঘটনায় হোটেল কর্তৃপক্ষকেও অবৈধভাবে মদ রাখার অভিযোগে ১৭ই মে তলব করা হয়েছে।

পূর্বাশানিউজ/১৬-,মে ২০১৭/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি