বুধবার,৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » ঝিনাইদহের চুয়াডাঙ্গায় জঙ্গি আস্তানা সন্দেহে দুইটি বাড়ি ঘেরাও


ঝিনাইদহের চুয়াডাঙ্গায় জঙ্গি আস্তানা সন্দেহে দুইটি বাড়ি ঘেরাও


পূর্বাশা বিডি ২৪.কম :
১৬.০৫.২০১৭

পূর্বাশা ডেস্ক:

ঝিনাইদহের সদর উপজেলার চুয়াডাঙ্গা গ্রামে জঙ্গি আস্তানা সন্দেহে দুইটি বাড়ি ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

আজ (মঙ্গলবার) ভোররাত থেকে ওই দুই বাড়ি ঘিরে রাখা হয়েছেন বলে নিশ্চিত করেছেন ঝিনাইদহের র‌্যাবের মেজর মনির আহমেদ।

তিনি জানান, চুয়াডাঙ্গা গ্রামের সেলিম ও তার চাচাতো ভাই প্রান্তরের বাড়ি জঙ্গি আস্তানা সন্দেহে মঙ্গলবার ভোররাত থেকে ঘিরে রখা হয়েছে। সেখানে অভিযানের প্রস্তুতি নেয়া হচ্ছে। কিছুক্ষণের মধ্যেই অভিযান শুরু হবে। অভিযানে যাওয়ার পরই জানা যাবে বাড়ির ভেতরে কতজন জঙ্গি আছে।

এর আগে ৭ মে ঝিনাইদহের মহেশপুর উপজেলায় বজরাপুর এলাকায় জঙ্গি আস্তানায় অভিযান চালায় আইনশৃঙ্খলা বাহিনী। অভিযানে দুই জঙ্গি নিহত হয়। এছাড়া একইদিন সদর উপজেলার লেবুতলায়ও একটি পরিত্যক্ত জঙ্গি আস্তানা থেকে বেশ কিছু বিস্ফোরক উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনী।

এছাড়া, জেলার পোড়াহাটি গ্রামের ঠনঠনেপাড়ায় গত ২২ এপ্রিল জঙ্গি আস্তানায় অভিযান পরিচালনা করে বিস্ফোরক তৈরি রাসায়নিক ভর্তি ২০টি ড্রাম, একটি সেভেন পয়েন্ট সিক্স বোরের পিস্তল, একটা ম্যাগাজিন, সাত রাউন্ড গুলি উদ্ধার করা হয়। নিষ্ক্রিয় করা হয় ৫টি বোমা। বাড়ির ভেতর থেকে ১৫টি জিহাদি বইও উদ্ধার করা হয়।

পূর্বাশানিউজ/১৬-,মে ২০১৭/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি