রবিবার,১৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ


শুকরিয়া আদায়ে নেয়ামত স্থায়ী হয়


পূর্বাশা বিডি ২৪.কম :
১৭.০৫.২০১৭

পূর্বাশা ডেস্ক:

শোকর আদায় তথা কৃতজ্ঞতা জ্ঞাপন করা সমৃদ্ধির পথ; তাকওয়া অর্জন ও সুযোগ লাভের উপায়। ‘যদি তোমরা শোকর আদায় কর আমি তোমাদের আরও বাড়িয়ে দেব। আর যদি অকৃতজ্ঞ হও তবে আমার শাস্তি অতি কঠোর।’ (সূরা ইবরাহিম : ৭)। রবি ইবনে আনাস বলেন, ‘যে আল্লাহকে স্মরণ করে তিনি তাকে স্মরণ করেন। যে তাঁর শোকর আদায় করে তাকে সমৃদ্ধি দেন। যে অকৃতজ্ঞ হয় তাকে তিনি শাস্তি দেন।’
মুগিরা ইবনে শু’বা থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম (সা.) নামাজ পড়তে দাঁড়াতেন। এতে তাঁর পদযুগল ও পায়ের নলা ফুলে যেত। এ প্রসঙ্গ তুললে তিনি বলেন, ‘আমি কি কৃতজ্ঞ বান্দা হব না?’ (বোখারি)।
হে মুসলিম সমাজ, তোমরা দীর্ঘ কড়া নিরাপত্তা, অঢেল সুখ-শান্তি, প্রাচুর্য, আরাম-আয়েশ ও শীতল পানীয়ের জৌলুসে জীবন কাটাচ্ছ, আর ধূসর ক্ষুধা ও লাল মৃত্যু তোমাদের চারপাশের মানুষকে হত্যা করছে। বন্দিত্ব ও হত্যাকা-ের শিকার হয়ে তারা লুণ্ঠিত হচ্ছে। দেশান্তর, দ্রব্যমূল্য বৃদ্ধি ও ধ্বংসের মুখে তারা ধুঁকছে। শিশুদের মুখে চিৎকার ছাড়া কিছুই নেই। নারীদের কণ্ঠ কাঁদতে কাঁদতে হয়েছে কর্কশ। যুদ্ধে আর জখমে জনগণ জর্জরিত।
তাই বিলাসিতা ও প্রাচুর্যের বড়াই থেকে সাবধান থেকো। সুখের সাগরে ডুবে ধোঁকায় পড়ো না। ঐশ্বর্যের চাকচিক্য যেন তোমাদের কৃতজ্ঞতা থেকে বিস্মৃত না করে দেয়। তোমরা বিরাট বিরাট নেয়ামত নিয়ে চিন্তা কর। নেয়ামত প্রদানকারীর হক জেনে নাও। যারা আল্লাহর নেয়ামতের শোকর আদায় করে তাঁর অনুগত হয়, তোমরা তাদের দলভুক্ত হও। পাপ ও অন্যায়ের পথে এসব অনুগ্রহের সাহায্য নিও না। শয়তান যেন তোমাদের প্রতারিত না করে। তোমাদের শত্রুরা অন্যায়ে জড়িয়ে তোমাদের বিভ্রান্ত না করে। জীবিকা, শান্তি, সুস্থতা ও অনুগ্রহ পাওয়ার পর তোমরা প্রকাশ্যে গোনাহ ও অবাধ্যতায় জড়িয়ে যেও না।
নেয়ামতগুলোকে তোমরা সুন্দরভাবে ব্যবহার কর। তাহলে বর্তমান নেয়ামত হেফাজত করতে পারবে। হারানো নেয়ামত ফিরিয়ে আনতে পারবে। আল্লাহর দান, অনুগ্রহ ও দয়া স্থায়ীভাবে পাবে। কেবল নেয়ামতের শোকর আদায় না করা এবং গোনাহ করার কারণেই প্রাপ্ত নেয়ামত চলে যায়; আগত অনুগ্রহ উঠিয়ে নেয়া হয়। প্রদত্ত সম্মান কেড়ে কেড়ে নেয়া হয়। নেয়ামতে শোকর আদায় করা হলে তা স্থায়ী হয়। অকৃতজ্ঞ হলে তা নস্যাৎ হয়ে যায়।
পাপাচারের অন্ধকারে তুমি হাঁটছ, কুফর, অন্যায় ও অনিষ্টের পথে বিচরণকারীদের বাহনে পা রেখেছ। আল্লাহর দেয়া অবকাশ ও তাঁর সহনশীলতা দেখে তুমি ধোঁকায় পড়ে গেলে? এমনকি মুখ ফিরিয়ে নিয়ে আল্লাহর হককে তোমার পেছনে ফেলে দিলে? হে মানুষ, তুমি তো এমন গাফেল ও উদাসীন হয়ে পড়েছ যেন তুমি কখনও মরবে না!
অহমিকা, দম্ভ, পাপাচার, অন্যায় ও অপরাধে লিপ্ত হয়ে তুমি কি ভেবেছ এ নেয়ামত ধ্বংস হবে না? এসব বিত্ত-বৈভব কেড়ে নেয়া হবে না? অবকাশ ও ছাড় পেয়ে তুমি ধোঁকায় আটকে গেছ। তাই তুমি এ অন্যায় থামাও। কারণ আল্লাহ প্রতিটি জাতিকে তাদের বিলাসিতা, নেশায় বুঁদ থাকা ও উদাসীন থাকার মুহূর্তেই ধ্বংস করেছেন। অনেক জাতিকে আল্লাহ প্রাচুর্য, সুখ ও সম্পদ দিয়েছেন। আল্লাহর এ দানকে তারা তাঁর অবাধ্যতার মাধ্যম ও সিঁড়ি বানিয়েছিল। এসবের সাহায্যে তারা নিষিদ্ধ হারাম পথে পা বাড়িয়েছিল। তারা তাদের এসব নেয়ামত ও দানকে মনে করেছিল তাদের শ্রেষ্ঠত্ব, প্রাধান্য, নিজস্ব সম্মান ও অধিকার। অথচ তা ছিল কেবল ধীরে ধীরে পাকড়াও করার অবকাশ ও ছাড়। অনেক মানুষকে অনুগ্রহ করে পাকড়াও করা হয়। প্রশংসা করে বিভ্রান্ত করা হয়। তার দোষ ঢেকে রেখে ধোঁকা দেয়া হয়।
হে মুসলমান, তোমরা অন্যায় ও অবাধ্যতার বাহনে আরোহণ করা থেকে বিরত থাক। শিষ্টাচারের প্রাচীর ভাঙতে যেও না। তৌহিদের অঙ্গন এবং দ্বীন ও শরিয়তের সীমা রক্ষা করো। এসব ক্ষেত্রে সতর্ক হও ও শৈথিল্য বাদ দাও। যাবতীয় হারাম থেকে দূরে থাক। এর ধারেকাছেও যেও না। হারাম কাজের উপায়-উপকরণ বর্জন কর। আল্লাহ অশেষ নেয়ামত ও বিশাল অনুগ্রহের শোকর আদায়স্বরূপ। মাখলাদ ইবনে হুসাইন বলেন, আমরা বলতে শুনতাম, ‘শোকর আদায় মানে হলো গোনাহ ছেড়ে দেয়া।’
হে মুসলিম সমাজ, তোমরা শয়তানের দোসর ও অনুচরদের থেকে সতর্ক হও। যারা ফাঁদে ফেলে তোমাদের বিভ্রান্ত করতে চায়, কৌশলে বিচ্যুত করতে চায়, তাদের ভ্রান্ত পথ ও ভ্রষ্ট মত পরিহার কর। তাদের আহ্বান ত্যাগ কর। তাদের দল ছেড়ে দাও। তাদের আদর্শ ছুড়ে মার। তাদের কামনা-বাসনা ও প্রবৃত্তির দিকে দ্রুত ধাবিত হয়ো না। ‘যার মনকে আমার স্মরণ থেকে গাফেল করে দিয়েছি, যে নিজের প্রবৃত্তির অনুসরণ করে এবং যার কার্যকলাপ হচ্ছে সীমা অতিক্রম করা, আপনি তার আনুগত্য করবেন না।’ (সূরা কাহফ : ২৮)। ‘যে আমার স্মরণ থেকে বিমুখ হয়েছে এবং পার্থিব জীবন ছাড়া যে আর কিছুই চায় না, আপনি তার তরফ থেকে মুখ ফিরিয়ে নিন।’ (সূরা নাজম : ২৭)।
সচেতন, দূরদৃষ্টিসম্পন্ন ব্যক্তি তো সে-ই, যে উৎকৃষ্ট ও নিকৃষ্ট, তরল ও গরল এবং জল ও মরীচিকার পার্থক্য বুঝতে পারে। সব সাদাই চর্বি নয়। সব কালোই খেজুর নয়। সব জলই সুপেয় নয়। হে মুসলিম সমাজ, তোমরা শরিয়তের বিধান বাতিল করতে ছলাকলার আশ্রয় গ্রহণ করো না। জঘন্য হারাম কাজে জড়িত হতে কৌশল করো না। এসব কৌশলের আশ্রয় নেয়া তৌহিদে বিশ্বাসী কৃতজ্ঞ লোকদের কাজ নয়, বরং তা পাপাচারী দুর্বৃত্তদের স্বভাব। মুহাম্মাদ ইবনে হাসান বলেন, ‘সত্যকে নস্যাৎ করে দেয় এমন কৌশলের সাহায্যে আল্লাহর বিধান থেকে পলায়ন করা মোমিন লোকদের চরিত্র নয়।

১৭ মে ২০১৭, বুধবার/ রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি