সোমবার,২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


চট্টগ্রাম চিড়িয়াখানায় প্রাণ ফিরেছে


পূর্বাশা বিডি ২৪.কম :
১৭.০৫.২০১৭

পূর্বাশা ডেস্ক:

চট্টগ্রাম চিড়িয়াখানার অবয়বে এসেছে দৃশ্যমান পরিবর্তন। রংপুর থেকে আনা হয়েছে সিংহ। দক্ষিণ আফ্রিকা থেকে আনা হয় এক জোড়া বাঘ। নতুন করে বসানো হয়েছে সব পশুর খাঁচা। আছে স্বয়ংসম্পূর্ণ একটি পশু হাসপাতাল। স্থাপিত হয়েছে নান্দনিক নকশার প্রবেশ গেট। চারুশিল্পীর হাতের ছোঁয়ায় বদলে গেছে ভিতরের আঁকাবাঁকা পথ। বাহারি রঙে রঙিন হয়েছে পাহাড়ে ওঠানামার সিঁড়ি। সামগ্রিক চিত্রে প্রাণ ফিরেছে চট্টগ্রাম চিড়িয়াখানার। অতীতের ভঙ্গুর অবস্থা থেকে প্রতিষ্ঠানটি এখন অনেকটা স্বয়ংসম্পূর্ণ। বেড়েছে আয় ও দর্শনার্থী। জানা যায়, মাত্র এক বছর আগেও অর্থ সংকটে বন্ধ থাকত চিড়িয়াখানায় কর্মরতদের বেতন। নিত্যসঙ্গী ছিল পানিস্বল্পতা। অপ্রতুল ছিল পশু-পাখির খাবার। দৈনিক আয় হতো মাত্র ২৫ হাজার টাকা। ছিল অনিয়ম-অব্যবস্থাপনাও। দীর্ঘদিন ছিল না বাঘ ও সিংহ। তবে চট্টগ্রামের এই অন্যতম বিনোদন কেন্দ্রটির এখন আমূল পরিবর্তন হয়েছে। দৈনিক দর্শনার্থী হয় গড়ে দুই হাজার। টিকিট বিক্রি হয় ৬০ হাজার টাকা। বর্তমানে ৬৮ প্রজাতির তিন শতাধিক প্রাণী রয়েছে। চিড়িয়াখানা ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব মুহাম্মদ রুহুল আমীন বলেন, গত এক বছরে ১ কোটি ৭২ লাখ ৪৮ হাজার ৪৫১ টাকার উন্নয়ন কাজ করা হয়েছে। দৈনিক দর্শনার্থী প্রবেশের সংখ্যাও বাড়ছে দ্বিগুণ। বিশেষত, প্রায় চার লাখ টাকা ব্যয়ে দেওয়া সীমানা দেওয়াল নির্মাণ ছিল একটি চ্যালেঞ্জ। কারণ সীমানা দেয়াল না থাকলে চিড়িয়াখানার সম্পদ রক্ষাও কঠিন। তা ছাড়া দীর্ঘদিন ধরে সীমানা দেওয়াল না থাকায় চিড়িয়াখানা সংলগ্ন জায়গা বেহাত হওয়ার আশঙ্কা ছিল। তিনি বলেন, আমি যোগ দেওয়ার পর ১০ প্রকারের ৪১টি প্রাণী এ চিড়িয়াখানায় যুক্ত করা হয়েছে। তা ছাড়া এখানে তৈরি করা হয়েছে স্বয়ংসম্পূর্ণ একটি পশু হাসপাতাল, যেখানে পশুর অপারেশনসহ সব ধরনের চিকিৎসা দেওয়া হয়। আগামীতে দক্ষিণ আফ্রিকা থেকে ৫টি জেব্রা ও একটি আধুনিক পশু মিউজিয়াম করার পরিকল্পনা আছে। চিড়িয়াখানা ব্যবস্থাপনা কমিটির সদস্য ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মঞ্জুরুল কিবরিয়া বলেন, চট্টগ্রামবাসীর স্বার্থে চিড়িয়াখানার বর্তমান অবস্থা ধরে রাখা জরুরি। তবে এটির সমৃদ্ধির জন্য আমি তিনটি প্রস্তাব করেছি- দেশীয় বিপন্ন প্রজাতির সমাবেশ ঘটিয়ে দেশের একটি বিশেষায়িত চিড়িয়াখানায় পরিণত করা, চিড়িয়াখানার দুষ্প্রাপ্য যে সব প্রাণী মারা যায় সেগুলোর সংরক্ষণে মিউজিয়াম তৈরি করা এবং চিড়িয়াখানার বাইরের পরিবেশ বিনোদনবান্ধব করা। চিড়িয়াখানা সূত্রে জানা যায়, গত এক বছরে ১ কোটি ৭২ লাখ ৪৮ হাজার ৪৫১ টাকার উন্নয়ন কাজ করা হয়েছে। এর মধ্যে সীমানা দেওয়াল নির্মাণ, মাটি ভরাট, নান্দনিক সিঁড়ি তৈরি, নালা-নর্দমা নির্মাণ পশুর জন্য নতুন করে খাঁচা দেওয়া, ২টি স্টোর রুম তৈরি, প্রাণীগুলোর জীবন বৃত্তান্ত তৈরি, টয়লেট পানির লাইন ও ট্যাংক স্থাপন, রংপুর চিড়িয়াখানা হতে সিংহ আনা, সিসি ক্যামেরা স্থাপন ও দুটি গভীর নলকূপ স্থাপন করা হয়। তা ছাড়া এই সময়ের মধ্যে যুক্ত করা হয় ১০ প্রকারের ৪৭টি পশু। এর মধ্যে আছে বাঘ দুটি, রংপুর চিড়িয়াখানা হতে সিংহ ১টি, উল্লুক ১টি, বানর ১৫টি, তিতির ৭টি, গন্ধ গোকুল ২টি, মায়া হরিণ ৩টি, মেছো বিড়াল ২টি, গয়াল ১টি ও ঘোড়া ৭টি। চিড়িয়াখানা সূত্রে জানা যায়, নগরের পাহাড়তলীর ফয়েস লেক এলাকায় ৬ একর ভূমির ওপর ১৯৮৯ সালে প্রতিষ্ঠা হয় চট্টগ্রাম চিড়িয়াখানা। তত্ত্বাবধান করে চট্টগ্রাম জেলা প্রশাসন। এর পাশেই আছে দৃষ্টিনন্দন বিনোদনকেন্দ্র ফয়েস লেক। শুরুতে এক টিকিটেই চিড়িয়াখানা ও ফয়েস লেকে প্রবেশ করা যেত। ১৯৯৫ সালে দর্শনার্থীদের স্বাচ্ছন্দ্য বিবেচনায় আলাদা প্রবেশ পথ তৈরি করা হয়। ১৯৮৯ সালে চিড়িয়াখানা উদ্বোধনের পর টিকিটের মূল্য ছিল ১ টাকা। পরে তা বাড়িয়ে করা হয় ২ টাকা। পরে পশু-পাখির সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে টিকিটের মূল্য বাড়তে থাকে। এখন প্রতি টিকিটের মূল্য ৩০ টাকা।
পূর্বাশানিউজ/১৭-,মে ২০১৭/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি