সোমবার,২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


শৃঙ্খলা ভঙ্গের দায়ে চট্টগ্রাম বিএনপির ২ নেতাকে বহিষ্কার


পূর্বাশা বিডি ২৪.কম :
১৮.০৫.২০১৭

পূর্বাশা  ডেস্ক:

দলীয় কর্মকাণ্ডে সক্রিয় না থেকে কোন্দল সৃষ্টি ও ত্যাগী নেতাদের ওপর হামলার অভিযোগে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য গাজী শাহজাহান জুয়েল ও উত্তর জেলা বিএনপির সদস্য সচিব কাজী আবদুল্লাহ আল হাসানকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। এছাড়া সাংগঠনিক দায়িত্ব যথাযথভাবে পালন না করায় বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীমকে সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেয়া হয়েছে। গতকাল বিএনপির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জনানো হয়।

বিএনপির সহদপ্তর সম্পাদক বেলাল আহমদ স্বাক্ষরিত ওই সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলের শৃঙ্খলাভঙ্গের অভিযোগ ওঠার পর গত সোমবার রাতে চট্টগ্রামের শীর্ষ নেতাদের নিয়ে গুলশানের দলীয় কার্যালয়ে বৈঠকে দলটির চেয়ারপারসন খালেদা জিয়া তাদের বিরুদ্ধে এ সাংগঠনিক ব্যবস্থা নেন। গঠনতন্ত্রের ৫(গ) ধারা মোতাবেক এ ব্যবস্থা নেয়া হয়েছে। বৈঠকে কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরীকেও মৌখিকভাবে সতর্ক করা হয়। একই সঙ্গে সফলভাবে কর্মিসভা সম্পন্ন করায় নগর বিএনপির প্রশংসা করেন খালেদা জিয়া।

প্রসঙ্গত, ২ মে নাসিমন ভবনের সামনে উত্তর জেলা বিএনপির কর্মিসভায় গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর সমর্থকরা মঞ্চ দখল করে রাখলে যুগ্ম মহাসচিব ও উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আসলাম চৌধুরীর সমর্থকদের সঙ্গে সংঘর্ষ বাধে। এতে ওই সভা পণ্ড হয়ে যায়। পরদিন পটিয়ার হল টুডেতে দক্ষিণ জেলা বিএনপির কর্মী সমাবেশে দুই গ্রুপের সংঘর্ষে সভা পণ্ড হয়ে যায়।

পূর্বাশানিউজ/১৮-মে,২০১৭/ফারজানা



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি