শনিবার,২২শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ


তোমরা আল্লাহকে ভয় করো


পূর্বাশা বিডি ২৪.কম :
১৮.০৫.২০১৭

পূর্বাশা  ডেস্ক:

পবিত্র কুরআনে আল্লাহতায়ালা ইরশাদ করেছেন, “তার সম্প্রদায়ের লোকেরা উ™£ান্ত হয়ে তার (বাড়ির) দিকে ছুটে আসে। তারা আগে থেকেই কুকর্মে জড়িত ছিল। সে বলল, হে আমার জাতি, এরা আমার কন্যা (তোমরা বৈধভাবে তাদের সঙ্গে তোমাদের প্রয়োজন পূরণ করো)। এরা তোমাদের জন্য সবচেয়ে পবিত্র। সুতরাং তোমরা আল্লাহকে ভয় করো। আমার মেহমানদের ব্যাপারে (তাদের সঙ্গে খারাপ আচরণ করে) আমাকে লজ্জিত কোরো না। তোমাদের মধ্যে কি কোনো ভালো মানুষ নেই?” (সুরা : হুদ, আয়াত : ৭৮)

তাফসির : আগেই উল্লেখ করা হয়েছিল যে ইব্রাহিম (আ.)-এর কাছে মানুষের বেশে ফেরেশতারা এসেছেন। তাঁরা ইব্রাহিম (আ.)-কে সন্তান লাভের সুসংবাদ দেন এবং লুত (আ.)-এর জাতির ওপর আজাব নাজিলের খবর দেন। ইব্রাহিম (আ.)-এর সঙ্গে কথোপকথন শেষ হওয়ার পর ফেরেশতারা লুত (আ.)-এর বাড়ির দিকে রওনা দেন। তাফসিরবিদ কাতাদা (রহ.)-এর মতে, ফেরেশতারা যখন আগমন করেন তখন লুত (আ.) ক্ষেতে কাজ করছিলেন। মেহমান দেখে তিনি তাঁদের সঙ্গে নিয়ে বাড়িতে রওনা হন। কিছু পথ চলার পর আবেদনের সুরে তিনি মেহমানদের ফিরে যেতে অনুরোধ করেন। বলেন, আল্লাহর শপথ, আমার জানামতে এ জাতির মতো দুশ্চরিত্র মানুষ জগতে নেই। আরেকটু অগ্রসর হওয়ার পর তিনি পুনরায় একই আবেদন করেন। এভাবে পর পর চারবার তিনি মেহমানদের ফিরে যেতে অনুরোধ করেন। কাতাদা (রহ.) আরো বলেন, লুত (আ.) নিজে তাঁর জাতির বিরুদ্ধে সাক্ষ্য দেওয়া পর্যন্ত ফেরেশতাদের আজাব নাজিল করতে নিষেধ করা হয়ছিল। (তাফসিরে ইবনে কাসির)

অবশেষে গোপনে লুত (আ.) মেহমানদের নিজ ঘরে নিয়ে আসেন। ফেরেশতাদের আগমনের খবর অন্য কেউ জানত না। লুত (আ.)-এর স্ত্রী সে খবর গ্রামের লোকদের জানিয়ে দেন। খবর পেয়ে গ্রামের লোকেরা দ্রুত তাঁর বাড়িতে চলে আসে। আজাব নিয়ে আসা ফেরেশতারা দৃশ্যমান আকৃতিতে চমৎকার তরুণ ছিলেন। তাঁদের সঙ্গে কুকর্ম করার জন্য গ্রামবাসী লুত (আ.)-এর বাড়ির দেয়াল টপকে ভেতরে প্রবেশ করে। এমনই দুঃসময়ে লুত (আ.) খুবই চিন্তিত হয়ে পড়েন। তিনি বললেন, হে আমার জাতি, এরা আমার কন্যা (তোমরা বৈধভাবে তাদের সঙ্গে তোমাদের প্রয়োজন পূরণ করো)।  এ কথার একাধিক ব্যাখ্যা আছে। প্রথমত, নবী-রাসুলের অনুসারীরা তাঁদের আধ্যাত্মিক সন্তান। নবীরা উম্মতের আধ্যাত্মিক পিতা। সে হিসেবে নারীরা তাঁদের রুহানি বা আধ্যাত্মিক কন্যা। তাই ‘আমার কন্যা’ বলে লুত (আ.) বোঝাতে চেয়েছেন যে তোমাদের ঘরে তোমাদের স্ত্রীরা আছে। তারা আমার কন্যা। তাদের মাধ্যমে তোমরা তোমাদের প্রয়োজন পূরণ করো। এটাই পবিত্র পন্থা।

দ্বিতীয়ত, লুত (আ.) তাঁর জাতিকে আল্লাহর পথে ফিরিয়ে আনতে কৌশল অবলম্বন করেছিলেন। কৌশলের অংশ হিসেবে তিনি নিজের ঔরসজাত কন্যাদের সাদুমবাসীদের নেতাদের কাছে বিয়ে দেওয়ার প্রস্তাব দেন। ওই সময় অমুসলিমদের সঙ্গে মুসলিম মেয়েদের বিয়েশাদি বৈধ ছিল। মহানবী (সা.)-এর প্রথম জীবনেও এই বৈধতার বিধান ছিল। তাই তিনি নিজের দুই কন্যাকে প্রথমে উতবা ইবনে আবু লাহাব ও আবুল আস ইবনে রবির সঙ্গে বিয়ে দিয়েছিলেন। অথচ দুজনই তখন কাফির ছিল। পরে ওহি নাজিলের মাধ্যমে অবিশ্বাসীদের সঙ্গে মুসলিম নারীদের বিয়ে নিষিদ্ধ করা হয়।

লুত (আ.) তাঁর জাতিকে দরদভরা কণ্ঠে বোঝাতে চেষ্টা করেছেন। তিনি বলেছেন, আমার মেহমানদের সঙ্গে খারাপ আচরণ করে আমাকে লজ্জিত কোরো না। তোমাদের মধ্যে কি কোনো ভালো মানুষ নেই? তবু তাঁর জাতি বুঝতে চেষ্টা করেনি। তারা তরুণের রূপধারী ফেরেশতাদের সঙ্গে কুকর্ম করতে উদ্যত হয়।

ফেরেশতারা তখন তাঁকে অভয় বাণী শোনালেন। তাঁরা ঘরের দরজা খুলে দিতে বললেন। সঙ্গে সঙ্গে জিব্রাইল (আ.) গ্রামবাসীর ওপর তাঁর পাখার ঝাপটা দিলেন। মুহূর্তেই তারা অন্ধ হয়ে যায় এবং দৌড়ে এদিক-ওদিক পালাতে শুরু করে।

পূর্বাশানিউজ/১৮-মে,২০১৭/ফারজানা



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি