পূর্বাশা ডেস্ক:
রহমতের বসন্ত রমজানুল মোবারক আমাদের দরজায় কড়া নাড়ছে। বরকত, মাগফিরাত আর নাজাতের বিরাট আয়োজন নিয়েই এ মাস আমাদের ডাকছে। কল্যাণের এ মহোৎসবের জন্য নিতে হবে পূর্ণ প্রস্তুতি। মহানবী (সা.) এবং তাঁর সাহাবিরাও (রা.) রমজানের জন্য নিয়েছিলেন ব্যাপক ও সমৃদ্ধ প্রস্তুতি। তাদের রমজান প্রস্তুতিকে আমরা মৌলিক কয়েকটি ভাগে বিভক্ত করতে পারি।
রমজানের আলোচনা
রমজানের আগেই মহানবী (সা.) সবাইকে এ ব্যাপারে সতর্ক করে দিতেন। রমজানের প্রস্তুতির ব্যাপারে উৎসাহ দিতেন। হজরত সালমান ফার্সি (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, শাবানের শেষ দিন মহানবী (সা.) আমাদের সামনে ভাষণ দিলেন। তিনি বললেন, হে লোকসব এক মহিমান্বিত মাস তোমাদের সামনে সমাগত। এটি এক বরকতময় মাস। এতে এমন এক রাত আছে, যা হাজার মাসের চেয়েও উত্তম। আল্লাহ তায়ালা এ মাসের রোজা ফরজ করেছেন, কিয়ামুল লাইলকে নফল করেছেন। যে ব্যক্তি এ মাসে কোনো নফল ইবাদত করবে, এতে সে অন্য মাসে ফরজ ইবাদতের সওয়াব পাবে। এটি হলো ধৈর্যের মাস, সহমর্মিতার মাস। এ মাসে মানুষের রিজিক বৃদ্ধি করে দেয়া হয়। যে ব্যক্তি কোনো রোজাদারকে এ মাসে ইফতার করাবে, সে রোজাদার ব্যক্তির সমান সওয়াব পাবে এবং জাহান্নাম থেকে সে মুক্তি পাবে। তবে এতে রোজাদার ব্যক্তির সওয়াব কমবে না। সাহাবিরা বললেন, হে আল্লাহর রাসুল, আমাদের সবার তো সে সক্ষমতা নেই যে অপরকে ইফতার করাব। মহানবী (সা.) বললেন, যে ব্যক্তি কোনো রোজাদারকে এক ঢোঁক পানি, এক চুমুক দুধ বা একটি খেজুর দিয়ে ইফতার করাল, সে ওই রোজাদারের সমান সওয়াব পাবে এবং তা তাকে জাহান্নাম থেকে মুক্তি (তে সহায়তা) দেবে। যে ব্যক্তি এ মাসে তার দাসের থেকে কাজের চাপ কমিয়ে দেবে, তা তাকে জাহান্নাম থেকে মুক্তি (তে সহায়তা) দেবে। (এ মাসের) প্রতি রাতে আল্লাহ তায়ালা ৬ হাজার মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেন এবং এ মাসের শেষদিন পুরো মাসে যত মুক্তি দিয়েছেন, তার সমপরিমাণ মুক্তি দেন। (ইবনু খুজায়মা : ১৭৭৮)।
রোজা রেখে প্রস্তুতি
রমজানের প্রস্তুতি হিসেবে মহানবী (সা.) এ মাসে খুব বেশি পরিমাণে রোজা রাখতেন। প্রখ্যাত মুহাদ্দিস ইমাম বোখারি (রহ.) তার অমূল্য হাদিস গ্রন্থ বোখারিতে ‘শাবান মাসের রোজা’ শিরোনামে একটি স্বতন্ত্র অধ্যায় তৈরি করেছেন। সেখানে তিনি আয়েশা (রা.) এর বর্ণনা উদ্ধৃত করেছেন, তিনি বলেন, ‘আমি রাসুল (সা.) কে রমজান ছাড়া কোনো পুরো মাসের সাওম পালন করতে দেখিনি এবং শাবান মাসের চেয়ে কোনো মাসে বেশি (নফল) সাওম পালন করতে দেখিনি।’ (বোখারি : ১৮৪৫)। অপর হাদিসে আয়েশা (রা.) বলেন, ‘নবী (সা.) (প্রায়) পুরো শাবান মাসই (নফল) সাওম পালন করতেন।’ (বোখারি : ১৮৪৩)।
দোয়ার মাধ্যমে প্রস্তুতি
মহানবী (সা.) রমজানের দুই মাস আগে থেকেই রমজানের জন্য দোয়া করতে থাকতেন। আনাস (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, যখন রজব আসত তখন মহানবী (সা.) এ দোয়া করতেন, হে আল্লাহ আপনি আমাদের রজব ও শাবান মাসের বরকত দান করুন এবং আমাদের (সুস্থতার সঙ্গে) রমজন পর্যন্ত পৌঁছে দিন। (নাসাই, আমালুল ইয়াওমি ওয়াল্লাইলাহ, ৬৫৯। মুসনাদে আহমাদ, ১/২৫৯)।
কোরআন তেলাওয়াত ও জাকাতের হিসাব
রমজানে প্রস্তুতি হিসেবে এ মাসে রোজার পাশাপাশি বেশি পরিমাণে কোরআন তেলাওয়াতও হতো। আনাস (রা.) থেকে বর্ণিত, যখন শাবান মাস আসত তখন মুসলিমরা কোরআনের ওপর পড়ত এবং তা (প্রচুর পরিমাণে) তেলাওয়াত করত। আর দুর্বল ও দরিদ্রদের রমজানের রোজায় সহযোগিতা করার জন্য তাদের সম্পদ থেকে জাকাতের অর্থ বের করে নিতেন। (ইবনে রজব হাম্বলি) এবং পূর্ববর্তী ওলামায়ে কেরাম বলতেন, শাবান হলো কোরআন তেলাওয়াতকারীদের মাস।
১৮ মে ২০১৭, বুধবার/ রুমকী