শুক্রবার,১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


থাইল্যান্ডে হাসপাতালে বোমা বিস্ফোরণ: আহত ২৪


পূর্বাশা বিডি ২৪.কম :
২২.০৫.২০১৭

পূর্বাশা ডেস্ক:
থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি হাসপাতালে বোমা বিস্ফোরণে ২৪ জন আহত হয়েছে। সোমবার অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাদের চিকিৎসার জন্য জনপ্রিয় ফ্রামোংকুটকলাও হাসপাতালে এ বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। দেশটিতে ক্ষমতাসীন সামরিক বাহিনীর অভ্যুত্থান ঘটানোর তৃতীয় বার্ষিকীতে এ ঘটনা ঘটলো।
তাৎক্ষনিকভাবে কোনো গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি। তবে সন্দেহের তীর সামরিক বাহিনীর শাসনের বিরোধী রাজনৈতিক দল ও মুসলিম বিচ্ছিন্নতাবাদী আন্দোলনকারীদের দিকে রাখা হয়েছে।
তদন্তকারীরা বোমাতে ব্যবহৃত ব্যাটারি ও তারের উৎসস্থল সম্পর্কে খোঁজ পেয়েছে। বোমটি হাসপাতালের ওষুধের দোকানের কাছে থাকা একটি কনটেইনারের ভেতরে রাখা ছিল। বিস্ফোরণের পর পর হাসপাতালে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আহতদের অধিকাংশই বিস্ফোরণের কারণে ছুটে আসা কাঁচের আঘাতপ্রাপ্ত হয়েছেন।
পুলিশের বিস্ফোরক দলের কমান্ডার কামথরন অউচারোয়েন বলেছেন, ‘এটা বোমা ছিল। যে উপাদান দিয়ে বোমাটি বানানো হয়েছিল তার নমুনা সংগ্রহ করেছি আমরা। এখন আমরা ক্লোজড সার্কিট ক্যামেরার ফুটেজ পরীক্ষা করে দেখছি।’

পূর্বাশানিউজ/২২-,মে ২০১৭/রুমকী


এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি