শুক্রবার,১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


পাশ্চাত্যের মাথাব্যথার কারণ উ. কোরিয়ার ইউনিট ১৮০


পূর্বাশা বিডি ২৪.কম :
২২.০৫.২০১৭

পূর্বাশা ডেস্ক:

উত্তর কোরিয়ার গোয়েন্দা সংস্থার একটি বিশেষ অংশ পশ্চিমাদের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। পাশ্চাত্যের সাইবার জগতে ঝড় তুলেছে গোপনে পরিচালিত উত্তর কোরিয়ার গোয়েন্দা শাখা ‘ইউনিট ১৮০’।

গত কয়েক বছরে বিশ্বে বেশ কয়েকটি সাহসী ও সফল সাইবার হামলায় উত্তর কোরিয়া জড়িত রয়েছে বলে দাবি করেছেন দেশটির সরকারি কর্মকর্তা ও অনলাইন নিরাপত্তা বিশেষজ্ঞরা।

গত কয়েক বছরে উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়াসহ বেশ কিছু দেশে অনলাইন হামলা চালিয়েছে বলে অভিযোগ আছে। প্রধানত অর্থনৈতিক নেটওয়ার্কগুলোকেই লক্ষ্যবস্তু করে চালানো হয় এসব হামলা।

অবৈধ পথে অর্থ আদায় করাই ছিল এর উদ্দেশ্য। দেশটির প্রধান বৈদেশিক গোয়েন্দা সংস্থা ‘রিকনেইস্যান্স জেনারেল ব্যুরো’ (আরজিবি)-এর ‘ইউনিট ১৮০’ নামের শাখাটি এসব হামলার হোতা বলে দাবি করছেন কেউ কেউ। ইউনিট ১৮০ অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলোতে হ্যাক করে অর্থ চুরি করছে।

উত্তর কোরিয়ায় এসব হ্যাকারকে রাষ্ট্রীয়ভাবে প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে বলে জানা গেছে। তারা সাধারণত বিদেশে গিয়ে সেদেশি নেটওয়ার্ক ব্যবহার করে এসব অপকর্ম করছে। তৃতীয় দেশের উন্নত ইন্টারনেট নেটওয়ার্কের সুবিধা নেওয়ার পাশাপাশি এতে তদন্তের সময় হ্যাকিংয়ে তাদের নিজেদের সংশ্লিষ্টতা খুঁজে পাওয়ার সম্ভাবনাও কমে যায়।

এর আগে উত্তর কোরিয়া গুপ্তচরবৃত্তি বা প্রতিপক্ষকে হেনস্থা করতেই হ্যাকিং ব্যবহার করলেও এখন অর্থনৈতিক অপরাধের কাজেই তা ব্যবহার করছে। এ ধরনের অপরাধ কর্মকান্ডের খরচ কম ও পাল্টা আক্রমণের ঝুঁকিও কম।

উত্তর কোরীয়দের, বিশেষ করে ইউনিট ১৮০-এর সন্দেহভাজন সাইবার হামলার মধ্যে রয়েছে সনি প্রতিষ্ঠানে হ্যাকিং, বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকে হ্যাকিং, দক্ষিণ কোরিয়ার পরমাণু স্থাপনায় হ্যাকিং এবং অতি সম্প্রতি ‘র‌্যানসমওয়ার’ হ্যাকিং।

পূর্বাশানিউজ/২২-,মে ২০১৭/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি