শুক্রবার,১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ



পূর্বাশা বিডি ২৪.কম :
২২.০৫.২০১৭

পূর্বাশা ডেস্ক:

প্রেসিডেন্ট নির্বাচনে ইরানের নাগরিকরা উৎসবের আমেজে ভোট দিয়েছে ভোটকেন্দ্রে। নারী, পুরুষ ও বয়স্ক ভোটাররা স্বত:স্ফূর্তভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। মধ্যপ্রাচ্য কিংবা আরব দেশগুলোতে এধরনের নির্বাচন ও ভোটাধিকার প্রয়োগের খুব কম সুযোগ পেয়ে থাকে দেশগুলোর জনগণ। কারণ রাজতন্ত্র বা নিয়ন্ত্রিত শাসনব্যবস্থায় সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের খুব অভাব রয়েছে ওসব দেশে। এদিকে থেকে ইরান ব্যতিক্রম।

রংবেরংএর ব্যানার, ফেস্টুন নিয়ে নির্বাচনী প্রচারণায় বিভিন্ন প্রার্থীর সমর্থকরা যেমন প্রচারণা অংশ নিয়েছে তা রীতিমত উৎসবে পরিণত হয়েছে। এধরনের দৃশ্য আরব দেশগুলোতে বিরল। প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে এবার ইরানের অধিকাংশ ভোটার হাসান রুহানিকে দ্বিতীয়বারের মত নির্বাচন করেন। ইরানের নির্বাচনী ব্যবস্থায় বেশ আগেভাগে থেকেই নির্বাচনের দিন তারিখ ঘোষণা করা হয়। এবার নির্বাচনের আগে প্রেসিডেন্ট পদপ্রার্থীরা নিজেদের মধ্যে এক টেলিভিশন বিতর্কে অংশ নেন। সেখানে তারা একে অপরের যেমন গঠনমূলক সমালোচনা করেন এবং তা থেকে ভোটাররা তাদের পছন্দমাফিক প্রার্থী বেছে নেওয়ার সুযোগ পান।

নির্বাচন শেষ হয়ে যাওয়ার পরও ইরানে এখনো উৎসবের আমেজ রয়ে গেছে। গাড়িতে করে বিজয়ী প্রার্থীর সমর্থকরা আনন্দ উল্লাস করছেন। রেডিও, টেলিভিশনে এ নির্বাচন নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। বিভিন্ন পেশাজীবী দেখা করেছেন দেশটির ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামনেয়ীর সঙ্গে।প্রেসিডেন্ট রুহানি নির্বাচনে তার বিজয়কে ইরানের জনগণের বিজয় হিসেবে দেখছেন।

আরব নিউজের এক প্রতিবেদকের কাছে তেহরানের ভালি আসর স্কয়ারে ২৭ বছরের এক ইরানি তরুণী আফসিন জানান, এ নির্বাচন নিয়ে গত এক মাস খুব টেনশনে ছিলাম। এখন আমি বেশ খুশি। সারা ইরান জুড়ে নারী পুরুষ এক সঙ্গে মিলে গান গাচ্ছেন, বিজয় মিছিলে অংশ নিচ্ছেন। চার বছর পর পর ইরানে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়ে থাকে এবং কোনো রকম দুশ্চিন্তা ছাড়াই ভোটাররা তাদের প্রার্থীকে নির্বাচিত করার সুযোগ পান বলে আরব নিউজের এ প্রতিবেদনে বলা হয়েছে।

নির্বাচনী উৎসবে মেতে ওঠা অনেক সমর্থকদের পরণে সবুজ কাপড় ছিল কারণ তারা সবুজ আন্দোলনের পক্ষে। আর রুহানির সমর্থকরা বহন করেন রক্তবর্ণের বেগুনী রংয়ের কাপড় ও কাগজের তৈরি নানা ব্যানার। তাদের অনেকে ‘ইয়া হুসেন, মীর হুসেন বা প্রার্থীর নাম ধরে সেøাগান দিচ্ছিল। উত্তর তেহরানের রাস্তায় রাস্তায় এমন নির্বাচনী আনন্দ উৎসবে যানজটের সৃষ্টি হয়। তাদের হাতে রুহানির বড় বড় পোস্টার শোভা পাচ্ছিল। ২৫ বছরের এক তরুণ পেগাহ বলেন, নির্বাচনের ফলাফলে আমি ভীষণ খুশি কারণ আমি এমন ফলাফলই আশা করছিলাম। সংস্কার, স্বাধীনতা ও উন্নয়ন এক সাথে ইরানে চলছে এবং তা অব্যাহত থাকবে বলে ওই তরুণ দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন। অনেক তরুণ আনন্দে বলে ওঠেন, আমরা চাই রুহানি তার প্রতিশ্রুতি অব্যাহত রাখবেন।
ইরানের ভোটাররা সামাজিক যোগাযোগ মাধ্যমেও নির্বাচন নিয়ে বেশ সরব রয়েছেন। নানা বিশ্লেষণমূলক মন্তব্য করছেন। তবে এত বিপুল আনন্দ উল্লাসের মধেও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। পুলিশ কাউকে গ্রেফতারের প্রয়োজন মনে করেনি। ইরানের ঘরে ঘরেও চলছে নানা অনুষ্ঠান এবং তা নির্বাচনের আনন্দে ও বিজয়ে।

পূর্বাশানিউজ/২২-,মে ২০১৭/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি