সোমবার,২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


চট্টগ্রামের বিএনপি নেতা ঢাকায় নিখোঁজ!


পূর্বাশা বিডি ২৪.কম :
২৪.০৫.২০১৭

পূর্বাশা ডেস্ক:

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি অধ্যাপক শেখ মোহাম্মদ মহিউদ্দিনকে কে বা কারা মধ্যরাতে আটক করেছে। গোয়েন্দা পুলিশ পরিচয়ে কয়েকজন ব্যক্তি তাকে তুলে নিয়ে গেছে বলে তার পরিবার অভিযোগ করেছে।
জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাতে ঢাকা থেকে চট্টগ্রামে ফেরার জন্য মতিঝিল আরামবাগ বাস কাউন্টারে গেলে সেখানে রাত পৌনে ১২টার দিকে সাদা পোশাকধারী এবং পুলিশ পোশাকধারী ৭-৮ জন নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে মহিউদ্দিনকে মাইক্রোতে তুলে নিয়ে যায়।
তুলে নিয়ে যাওয়ার সময় তার সঙ্গে থাকা বন্ধু এনামের বরাত দিয়ে মহিউদ্দিনের স্ত্রী লাকি আক্তার জানান, রাত সাড়ে ১০টার দিকে আমার সঙ্গে ওনার সর্বশেষ ফোনে কথা হয়েছিল। তখন তিনি বলেছিলেন, চট্টগ্রাম আসার জন্য বাসের টিকিট নিতে আরামবাগ বাস কাউন্টারে যাচ্ছেন। এরপর রাত পৌনে ১২টার দিকে এনাম নামে উনার একজন বন্ধু (ব্যবসায়িক পাটনার) মোবাইলে আমাদের জানান, ডিবি পরিচয়ে ৭-৮ জন পুলিশ এসে তাকে জিজ্ঞেস করেন তিনি প্রফেসর মহিউদ্দিন কি না। উনি হ্যাঁ বলার পর বলেন, আপনি আমাদের সঙ্গে আসুন আমরা ডিবি টিম। এ কথা বলেই মাইক্রোবাসে তুলে নিয়ে যাওয়া হয়। এর পর থেকে উনাকে (মহিউদ্দিন) মোবাইল ফোনে পাওয়া যাচ্ছে না।
এদিকে ঢাকায় অবস্থানরত দক্ষিণ জেলা বিএনপি নেতা মোহাম্মদ মহসিন জানান, আমরা আমাদের দলীয় লোকজনকে মতিঝিল, পল্টন থানা এবং ডিবি অফিসে পাঠিয়ে খবর নেওয়া হয়েছে। সেখানে কর্তব্যরত অফিসাররা শেখ মো. মহিউদ্দিনকে আটকের বিষয়টি নিশ্চিত করেননি।
এ ব্যাপারে চেষ্টা করার পরেও গোয়েন্দা পুলিশেরও বক্তব্য পাওয়া যায়নি।

পূর্বাশানিউজ/২৪-,মে ২০১৭/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি