সোমবার,২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


চট্টগ্রামের আ. লীগ নেতা ২ সপ্তাহ ধরে নিখোঁজ, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা


পূর্বাশা বিডি ২৪.কম :
২৭.০৫.২০১৭

পূর্বাশা ডেস্ক:

চট্টগ্রামদুই সপ্তাহ ধরে নিখোঁজ রয়েছেন চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার উড়ির চর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরনবী মামুন। গত ১২ মে নোয়াখালী জেলার কবির হাট উপজেলার পদুয়া নাজিমিয়া দরবারে যান মামুন। তাকে সেখান থেকে অজ্ঞাত কয়েকজন লোক অপহরণ করে নিয়ে যায়।

শুক্রবার (২৬ মে) চট্টগ্রাম প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করে বিষয়টি জানিয়েছেন তার স্ত্রী ফারজানা ববি। সংবাদ সম্মেলনে ফারজানা ববি তার স্বামী মামুনের সন্ধানে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন।

লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘আমার স্বামী যখন অপহৃত হন, তখন আমার ননদ সেলিনা আক্তার সেলী তার সঙ্গে ছিলেন। তিনি আমাদের জানিয়েছেন, ১২ মে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ১৫ জনের মতো লোক দুটি মাইক্রোবাস নিয়ে পদুয়া নাজিমিয়া দরবারে আসেন। তারা জোরপূর্বক মামুনকে মাইক্রোবাসে তুলে নিয়ে যান।’

ফারজানা ববি আরও বলেন, ‘অপহৃত হওয়ার পর থেকে আমার স্বামীর মোবাইল ফোন বন্ধ রয়েছে।অনেক খোঁজাখুজি করেও তার কোনও সন্ধান পাচ্ছি না। এ ঘটনায় ১৩ মে আমার ননদ সেলী বাদী হয়ে কবিরহাট থানায় মামলা দায়ের করেছেন। আমরা র্যা ব-৭ এর পতেঙ্গা কার্যালয়ে গিয়ে ঘটনাটি লিখিতভাবে জানিয়েছি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উড়ির চর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ শাহজাহান। তিনি বলেন, ‘মামুনের অপহরণের বিষয়টি আমরা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকে জানিয়েছি।এখনও তাদের কাছ থেকে কোনও ইতিবাচক সাড়া পাইনি।’

পূর্বাশানিউজ/২৭-মে,২০১৭/ফারজানা



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি