শনিবার,৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ


আসছে ঘূর্ণিঝড় ‘মোরা’, ৭ নম্বর বিপদ সংকেত


পূর্বাশা বিডি ২৪.কম :
২৯.০৫.২০১৭

পূর্বাশা ডেস্ক:

বঙ্গোপসাগরে অবস্থানরত নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে। তা ক্রমাগতভাবে উপকূলের দিকে এগিয়ে আসছে। এর প্রভাবে সাগর উত্তাল হয়ে উঠেছে।

এর কারণে আবহওয়া অধিদফতর চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দরে সাত নম্বর এবং মোংলা ও পায়রা সমুদ্র বন্দরে পাঁচ নম্বর বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

আজ সোমবার সকালে আবহাওয়ার এ সংক্রান্ত সর্বশেষ ৯ নম্বর বার্তায় বলা হয়েছে, এটি আরও ঘনীভূত ও উত্তর দিকে অগ্রসর হয়ে আগামীকাল সকালে চট্টগ্রাম ও কক্সবাজার উপকূল অতিক্রম করতে পারে।

বিজ্ঞপ্তিতে উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে অতি সত্ত্বর নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়েছে।

পূর্বাশানিউজ/২৯-মে,২০১৭/রুমকী

 



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি