শুক্রবার,৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ


খোশ আমদেদ মাহে রমজান


পূর্বাশা বিডি ২৪.কম :
২৯.০৫.২০১৭


পূর্বাশা ডেস্ক:

আজ ২ রমজান। রমাদান মাসে সিয়াম পালন করা শরিয়তের দৃষ্টিতে প্রাপ্তবয়স্ক, সুস্থ মস্তিষ্কের অধিকারী এবং দৈহিকভাবে সক্ষম নর-নারীর জন্য ফরজ। নারীদের মাসিকের দিনগুলোয় এবং প্রসবজনিত অপবিত্রতার দিনগুলো সিয়াম পালন করা তাত্ক্ষণিকভাবে বর্তায় না। শিশুকে দুগ্ধদানকারী মায়ের ক্ষেত্রেও এটা শিথিল করা হয়েছে। কুরআনে ইরশাদ করা অন্য সময় এই সংখ্যা পূরণ করতে হবে। তোমাদের জন্য যা সহজ আল্লাহ তাই চান এবং যা তোমাদের জন্য ক্লেশকর তা চান না এই জন্য যে, তোমরা সংখ্যা পূরণ করবে। (সূরা বাকারা ১৮৫)। সিয়াম পালনকারীকে বলা হয় সায়িম বা রোজাদার। সিয়াম রাখার উদ্দেশ্যে শেষ রাতে পানাহার করাকে সেহরি বলে। সেহরি গ্রহণ করা সুন্নত। সিয়ামের নিয়ত করা অবশ্যই কর্তব্য। সেহরি না খেলে সিয়াম হবে কিন্তু নিয়ত না করলে সিয়াম হবে না। সেহরির সময়ে নিয়ত করা ভালো। যদি কেউ সেহরিকালে নিয়ত না করে তাহলে দুপুর ১২টার আগে যে কোন সময় নিয়ত করলেও হবে। প্রিয় নবী সাল্লাহু আলায়হি ওয়া সাল্লাম বলেছেন, সেহরি খাবে, নিশ্চয়ই সেহরিতে বরকত রয়েছে। সূর্যাস্ত হওয়ার সঙ্গে সঙ্গে ইফতারের নিয়তে ইফতার করতে হয়। প্রিয় নবী সাল্লাল্লাহু আলায়হি ওয়া সাল্লাম বলেছেন, মানুষ যতোদিন ত্বরিত ইফতার করবে ততোদিন কল্যাণের উপর থাকবে। তিনি আরো বলেছেন, কেউ কোনো সায়িমকে যদি ইফতার করায় সে সেই সায়িমের সমান সওয়াব পাবে। ইফতার করা এবং ইফতার করানের মধ্যে অফুরন্ত সওয়াব রয়েছে। বাংলাদেশের সংস্কৃতিতে ইফতার পার্টি ও ইফতার মাহফিলের আয়োজন করা এক বিশেষ মাত্রা সংযোজিত হয়েছে। গ্রামবাংলার ইফতার করানোর এই নীতিটাকে বলা হয়, রোজাদার খাওয়ানো বা রোজদার খাওয়ানো। এতে ইফতার করানোর পর মাগরিবের সালাত আদায়ের পর সাধ্য অনুযায়ী মেহমানগণকে উত্তম খাবার খাওয়ানো হয়। আর এই ইফতার পার্টি বা রোজদার খাওয়ানোর মধ্যে সামাজিক বন্ধন সুদৃঢ় হবার লক্ষণ প্রস্ফুটিত হয়। একবার প্রিয় নবী সাল্লাল্লাহু আলায়হি ওয়া সাল্লাম সাহাবায়ে কেরামকে বলেছিলেন: তোমরা রোজাদারকে ইফতার করাবে। একজন সাহাবী বললেন: আমাদের অনেকেরই ইফতার করানোর মতো সামর্থ্য নেই। তিনি বললেন, পেটভরে খাওয়াতে হবে এমনটা তো নয়, একটু দুধ, কিংবা একটা খেজুর দিয়ে ইফতার করালেও সমান সওয়াব পাবে। রমাদান মাস মানুষে মানুষে ভেদাভেদ দূর করে সমতার সমাজ গড়ার তাকিদ দেয়।

পূর্বাশানিউজ/২৯-,মে ২০১৭/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি