শুক্রবার,৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ


রোজাদারকে ইফতার করানোর ফজিলত


পূর্বাশা বিডি ২৪.কম :
৩০.০৫.২০১৭

পূর্বাশা ডেস্ক:

ইফতার। রমজানের অন্যতম ‍অনুষঙ্গ। আমরা ইফতার করি হরেক রকমের । অথচ আমার পাশেই দরিদ্র পরিবারটি ইফতারের জন্য কতো কষ্ট করছে! সেদিকে ফিরে তাকানোর ফুরসত নেই। বড়ই আত্মকেন্দ্রিক হয়ে যাচ্ছি আমরা ।

রাসূল সা: অন্যকে ইফতার করানোর বহু ফজিলত বয়ান করেছেন। যেন আমরা অসহায়,দরিদ্র রোজাদারের খোঁজ রাখি।
হযরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, তাকে এক নারী ইফতারের জন্য দাওয়াত করলো, তিনি তাতে সাড়া দিয়ে বললেন, ‘আমি তোমাকে বলছি, যে গৃহবাসী কোনো রোজাদারকে ইফতার করাবে, তাদের জন্য তার অনুরূপ সাওয়াব হবে। ঐ নারী বলল, আমি চাই আপনি ইফতারের জন্য আমার কাছে কিছুক্ষণ অবস্থান করুন বা এ জাতীয় কিছু বলেছে। তিনি বললেন, আমি চাই এ নেকি আমার পরিবার হাসিল করুক। (মুসান্নাফ ইবনে আব্দুর রায্যাক)।

হযরত যায়েদ ইবনে খালেদ জুহানি (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসুলে করিম (সা.) বলেছেন, যে রোজাদারকে ইফতার করালো, সে রোজাদারের ন্যায় ছাওয়াব পাবে, তবে রোজাদারের ছওয়াব বিন্দুমাত্র কমানো হবে না। (তিরমিজি, ইবনু মাজাহ, নাসাঈ)।

অন্য একটি হাদিসে বর্ণিত, যে ব্যক্তি রমজান মাসে কোনো রোজাদারকে ইফতার করাবে তার গোনাহ মাফ হবে, সে জাহান্নাম থেকে মুক্তি পাবে এবং সে ওই রোজাদারের সমান সওয়াব পাবে। এতে ওই রোজাদারের সওয়াবে কোনো ঘাটতি হবে না। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ! আমাদের সবার তো আর রোজাদারকে ইফতার করানোর মতো সামর্থ্য নেই। রাসূল (সা.) ইরশাদ করলেন, যে ব্যক্তি কোনো রোজাদারকে খেজুর, পানি অথবা সামান্য দুধ দিয়ে ইফতার করাবে মহান আল্লাহ তাকেও এই সওয়াব দেবেন। (ইবনে খুজায়মা, বায়হাকি)

এই হাদিস আমাদের সবার জন্যই অত্যন্ত আশাব্যঞ্জক। কারণ এই হাদিসের আলোকে, আমরা সবাই রোজাদারকে ইফতার করানোর সওয়াব অর্জন করতে পারি। কারো জন্য এই সওয়াব অর্জন করা কঠিন বিষয় নয়। এটা শুধু সামর্থ্যবানদের জন্যই নয়, বরং ধনী-দরিদ্র সবার জন্য এটা সহজ নেকি। প্রয়োজন শুধু সদিচ্ছার। ইচ্ছা করলেই আমরা এই সওয়াব অর্জন করতে।
আল্লাহর অসীম অনুগ্রহ যে, তিনি বান্দার কল্যাণের নানা দিক উন্মুক্ত করেছেন। যেভাবে তিনি মানুষের প্রতি অনুগ্রহ করার আহবান জানিয়ে মহান সাওয়াবের ঘোষণা দিয়েছেন। যা এই রোজাদারেকে ইফতার করানোর মাধ্যমে অর্জন করা সম্ভব।এটা আল্লাহর একান্ত অনুগ্রহ।
রোজাদারকে ইফতার করালে আল্লাহ নিজের পক্ষ থেকে তার পুরস্কার প্রদান করবেন।

যদি কেউ ইফতার করার জন্য গরিবকে টাকা দেয়। তাও ইফতার করানোর হাদিসের অন্তর্ভুক্ত হবে, অধিকন্তু সে আর্থিকভাবে উপকৃত হলো।

আল্লাহ আমাদের মানব কল্যাণের কাজে এগিয়ে যাওয়ার মহান সুযোগ রোজাদারকে ইফতার করানোর মাধ্যমে পালন করার তাওফিক দান করুন। আমিন।

পূর্বাশানিউজ/৩০-,মে ২০১৭/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি