শুক্রবার,৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ


গোনাহমুক্ত পুণ্যময় জীবন গড়ার মাস


পূর্বাশা বিডি ২৪.কম :
৩১.০৫.২০১৭

পূর্বাশা ডেস্ক:

তোমাদের কাছে একটি মহান মৌসুম ও পবিত্র মাস চলে এসেছে। এ মাসে কল্যাণ ও বরকত অবতীর্ণ হয়। পাপ ও অন্যায় হ্রাস করা হয়। এটি রমজান মাস। এ মাসকে আল্লাহ তায়ালা মহিমান্বিত করেছেন। আবু সাঈদ খুদরি (রা.) থেকে বর্ণিত, নবী করিম (সা.) বলেছেন, ‘সবচেয়ে সেরা মাস হলো রমজান মাস। আর সবচেয়ে মর্যাদাকর মাস জিলহজ মাস।’ (বাজ্জার)। আল্লাহ তায়ালা বলেন, ‘রমজান মাসে মানুষের জন্য হেদায়েত হিসেবে এবং সত্য-মিথ্যার পার্থক্যকারী ও হেদায়েতের সুস্পষ্ট নিদর্শনস্বরূপ কোরআন নাজিল করা হয়েছে।’ (সূরা বাকারা : ১৮৫)। রমজানের সময়টা বরকতময়। আল্লাহ এ মাসে অনেকগুলো ইবাদতকে একত্র করেছেন। যেমন, পাঁচ ওয়াক্ত নামাজসহ রোজা রাখা, জাকাত আদায়কারীর জাকাত দেয়া, দান-খয়রাত করা, ওমরা আদায় করা, বেশি বেশি কোরআন তেলাওয়াত করা, বিভিন্ন ধরনের জিকির করা, ভালো কাজের আদেশ ও মন্দ কাজের নিষেধ করা। এছাড়াও যারা আল্লাহর বেশি বেশি নৈকট্য কামনা করে তারা অন্য আরও ইবাদত করতে পারে।
এ মাসে কল্যাণ লাভের উপায় অনেক বেশি। অন্যদিকে রমজানে অনিষ্ট ও মন্দ কাজের উপায় খুবই কম। এ মাসে শয়তানের ইবাদত থেকে দূরে সরানোর অপতৎপরতা ও বিভ্রান্তিকর কর্মকা-ের ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি করা হয়। আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, নবী করিম (সা.) বলেন, ‘রমজান মাস এলে জান্নাতের দরজাগুলো খুলে দেয়া হয়। জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেয়া হয়। শয়তানের পায়ে বেড়ি পরানো হয়।’ (বোখারি ও মুসলিম)। জান্নাতের পুরস্কার ও পুণ্য লাভের ধরনগুলো দুনিয়ায় ইবাদত ও আনুগত্যের ধরন অনুসারে হয়ে থাকে। প্রতিটি আনুগত্যের জন্য রয়েছে সওয়াব ও পুরস্কার। আল্লাহ তায়ালা বলেন, ‘তোমরা বিগত দিনগুলোতে যা আমল করে এসেছ সেগুলোর বিনিময়ে তৃপ্তি সহকারে ভক্ষণ করো এবং পান কর।’ (সূরা হাক্কাহ : ২৪)।
সাহল ইবনে সাদ (রা.) থেকে বর্ণিত, নবী করিম (সা.) বলেন, ‘জান্নাতে রাইয়ান নামক একটি দরজা আছে। রোজাদার লোকদের এ দরজার দিকে ডাকা হবে। যে রোজাদার সে তা দিয়ে প্রবেশ করবে। যে তাতে প্রবেশ করবে সে আর কখনও তৃষ্ণার্ত হবে না।’ (বোখারি ও মুসলিম)। অনুরূপভাবে পাপ ও অন্যায়ের ধরন অনুযায়ী বিচার ও শাস্তি হবে। যেমন, সুদ খাওয়া, হারাম খাওয়া, মাদক ও নেশাজাতীয় দ্রব্য পান করার শাস্তি হলো বিষাক্ত জাক্কুম ফল ভক্ষণ ও উত্তপ্ত পানি পান করা। শরিয়ত পালনে ঔদ্ধত্য প্রকাশ ও অহংকারের শাস্তি হলো মাথায় গরম পানি ঢালা। আল্লাহ তায়ালা বলেন, ‘নিশ্চয় জাক্কুম বৃক্ষ পাপাচারীর খাবার।’ (সূরা দুখান : ৪৩)। সুতরাং দুনিয়া ও আখেরাতে কর্ম অনুযায়ী প্রতিদান দেয়া হবে। রাসুলুল্লাহ (সা.) যেভাবে সাহাবায়ে কেরামকে রমজান মাসের সুসংবাদ গ্রহণ করতে বলেছেন, মুসলিম সমাজকে সেভাবে তা গ্রহণ করতে হবে। শাবান মাসের শেষের দিকে তিনি তাদের রমজানের সুসংবাদ দিতেন, যাতে তারা রমজানের প্রস্তুতি গ্রহণ করতে পারে।
তাই তোমরাও এ মাসকে সব ধরনের কল্যাণকর কাজের মাধ্যমে স্বাগত জানাও। এর জন্য সর্বাত্মক প্রস্তুতি নাও। আল্লাহর প্রতি এখলাস, সওয়াব লাভের আশা এবং আল্লাহ তোমাদের এ মাস পাওয়ার সুযোগ করে দিয়েছেন, তার জন্য পরম আনন্দ প্রকাশের মাধ্যমে এ মাসকে স্বাগত জানাও। সব গোনাহ থেকে তওবা করে রমজানকে স্বাগত জানাও, যাতে আল্লাহ পেছনের গোনাহগুলোকে ক্ষমা করে দেন।
মজলুমের অধিকার ও যার যার প্রাপ্য অধিকার ফিরিয়ে দিয়ে রমজানকে স্বাগত জানাও, যাতে তোমার প্রতিপালক তোমার ভালো কাজগুলোকে রক্ষা করেন এবং তোমার মন্দ কাজগুলোকে হ্রাস করেন। মনে রেখো, এমন একদিন আসবে যেদিন রমজান মাস পাবে না। তাই মৃত্যুর জন্য ও মৃত্যু-পরবর্তী ভয়ানক পরিস্থিতির জন্য প্রস্তুত হও। তোমার রোজাকে সব ধরনের অনর্থক কাজকর্ম, গোনাহ, গিবত, পরের দোষ চর্চা, মিথ্যা কথা বলা, অবাধ্যতা, হারাম বস্তুর দিকে তাকানো থেকে রক্ষা করো। তোমার অন্তরকে মন্দ চিন্তা থেকে রক্ষা করো। মন্দ চিন্তা থেকেই শয়তান মানুষের মনে প্রবেশ করে।
আবদুল্লাহ ইবনে ওমর (রা.) থেকে বর্ণিত, নবী করিম (সা.) বলেছেন, ‘অনেক রোজাদার রোজার বিনিময়ে শুধুই ক্ষুধা ও তৃষ্ণা পায়। আর অনেক রাত জাগরণকারী রাত জেগে শুধু বিনিদ্র রজনীই লাভ করে।’ (তাবরানি)। আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, নবী করিম (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি মিথ্যা কথা বলা ও মিথ্যা অনুযায়ী চলা ছাড়তে পারে না, আল্লাহর কাছে তার খাবার ও পানীয় পরিত্যাগ করার কোনো প্রয়োজন নেই।’ (বোখারি ও আবু দাউদ)। আবু উবাদাহ (রা.) থেকে বর্ণিত, নবী করিম (সা.) বলেন, ‘রোজা হলো রক্ষাকবচ। যতক্ষণ না তাকে মিথ্যা ও গিবত দ্বারা ছিন্ন না করে।’ (নাসাঈ ও তাবরানি)।
মুসলিম ব্যক্তি রমজান মাসের রোজাকে বেশি বেশি ইবাদত-বন্দেগি করে আরও মহিমান্বিত করে তুলবে। কোরআন তেলাওয়াত, এস্তেগফার, জিকির ও নবীর প্রতি দরুদ পাঠ করবে। আল্লাহর সন্তুষ্টি অর্জনে দান-খয়রাত করবে। বিভিন্ন জনহিতকর কাজ করবে। যেমন, এলেম শেখানো, ভালো কাজের আদেশ ও উৎসাহদান, মন্দ কাজের নিষেধ করা ইত্যাদি। রোজাদারকে ইফতার করালে তার সমপরিমাণ সওয়াব পাবে। তবে রোজাদারের সওয়াবও তাতে একটুও কমবে না। তারাবি নামাজ ও রাত জেগে ইবাদত করতে কোনো ত্রুটি ও কমতি করবে না। বিশেষ করে লাইলাতুুল কদর ও শেষ দশকের রাতগুলোতে অধিক চেষ্টা-সাধনা করতে হবে। রমজানের রোজা দ্বারা গোনাহের কাফফারা হয়।
আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, নবী করিম (সা.) বলেন, ‘যে ব্যক্তি ঈমানের সঙ্গে পুণ্য লাভের আশায় রমজান মাসে রাত জেগে ইবাদত করে তার আগের কৃত গোনাহ ক্ষমা করে দেয়া হয়।’ (বোখারি ও মুসলিম)। উবাদাহ ইবনে সামেত (রা.) থেকে বর্ণিত, নবী করিম (সা.) লাইলাতুল কদর সম্পর্কে বলেন, ‘শেষ দশকে তোমরা তা অনুসন্ধান করো। এ রাতগুলোতে যে ব্যক্তি ঈমানের সঙ্গে পুণ্য লাভের আশায় জেগে থেকে ইবাদত করার সুযোগ লাভ করবে তার আগের ও পরের গোনাহ ক্ষমা করে দেয়া হবে।’ (আহমাদ ও তাবরানি)। ওসমান (রা.) থেকে বর্ণিত, ‘যে ব্যক্তি জামাতের সঙ্গে এশার নামাজ পড়ল সে যেন অর্ধরাত জেগে নামাজ পড়ল। আর যে ব্যক্তি ফজরের নামাজ পড়ল সে যেন পুরো রাতই জেগে ইবাদত করল।’ (মুসলিম)।
যেসব কারণে ক্ষতি বেড়ে যায় ও বান্দা কল্যাণ থেকে বঞ্চিত হয় তার মধ্যে প্রধানতম হলো নামাজ বাদ দিয়ে শুধু রোজা রাখা, সময় নষ্ট করা, খেল-তামাশায় রাত কাটানো, খারাপ জায়গায় আসা-যাওয়া করা, চরিত্র ধ্বংসকারী মারাত্মক ক্ষতিকর টিভি সিরিয়াল দেখা। এসব কারণে এ মাসে আল্লাহর নৈকট্য লাভে ব্যর্থ হয়ে চরম ক্ষতির সম্মুখীন হতে হয়। আল্লাহ তায়ালা বলেন, ‘তোমরা তোমাদের প্রতিপালকের কাছে ক্ষমা প্রার্থনা করতে দ্রুত ধাবিত হও।’

পূর্বাশানিউজ/৩১-,মে ২০১৭/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি