দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলায় জ্যোতিকা রানী (২২) ও অষ্টমী রানী (০২) নামে মা ও মেয়ে একই রশিতে আত্মহত্যা করেছেন। লাশ দুটি ঘটনাস্থল থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার রনগাও ইউনিয়নের পার্বতীপুর গসাই গ্রামে তাদের নিজ ঘর থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।
পরিবারের সদস্যদের দাবি, পারিবারিক কলহের জেরে তিনি নিজের শিশু সন্তানসহ আত্মহত্যা করেছেন। জোতিকা রানী উপজেলার পার্বতীপুর গসাই গ্রামের সনাতন রায়ের স্ত্রী।
লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বোচাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু মোহাম্মদ সাজ্জাদ হোসেন জানান, মরদেহগুলো থানায় আনা হলেও কারো কোনো অভিযোগ না থাকায় রাতে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
পূর্বাশানিউজ/০২-জুন,২০১৭/ফারজানা