নবী (সা.) বলেছেন, যে ব্যক্তি ঈমানদারসুলভ মানসিকতা সহকারে এবং পরকালের পুরস্কার লাভের আশা-আকাক্সক্ষা নিয়ে রমযানের রোজা রাখবে, আল্লাহতায়ালা তার অতীতের সমস্ত গুনাহ মাফ করে দেবেন। আর যে ব্যক্তি রমজানের রাতে ঈমানদারসুলভ মানসিকতা ও আখিরাতের পুরস্কার প্রাপ্তির আকাক্সক্ষা নিয়ে (তারাবির) নামায পড়বে, আল্লাহতায়ালা তার অতীতের সমস্ত গুনাহ মাফ করে দেবেন। (বোখারী ও মুসলিম)
অন্য একটি হাদীসে এসেছে, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, রোজা ও কোরআন বান্দার পক্ষে সুপারিশ করবে। রোজা বলবে, হে আমার প্রভু, এই ব্যক্তিকে আমি দিনের বেলায় খাওয়া দাওয়া ও অন্যান্য লালসা চরিতার্থ করা থেকে বিরত রেখেছি এবং সে বিরত থেকেছে। হে আমার প্রভু, এই ব্যক্তি সম্পর্কে আমার সুপারিশ গ্রহণ করুন। আর কোরআন বলবে, আমি এই ব্যক্তিকে রাতের ঘুম থেকে বিরত রেখেছি (এবং সে মজার ঘুম ছেড়ে নামাযে কোরআন পড়েছে)। এই ব্যক্তি সম্পর্কে আমার সুপারিশ গ্রহণ কর। তৎক্ষণাৎ তাদের সুপারিশ কবুল করা হবে। (বায়হাকী, মেশকাত, আবদুল্লাহ ইবনে উমার (রা) থেকে বর্ণিত)
রোজা বিভিন্ন কারণে ভেঙ্গে যেতে পারে। তাই রোজা ভাঙ্গার কারণগুলো জানা আমাদের জন্য খুবই জরুরী। নিচে রোজা ভঙ্গের কারণগুলো উল্লেখ করা হলো:
১ ইচ্ছাকৃত পানাহার করলে।
২ স্ত্রী সহবাস করলে।
৩ কুলি করার সময় হলকের নিচে পানি চলে গেলে।
৪ ইচ্ছকৃত মুখভরে বমি করলে।
৫ নাকে বা কানে ওষুধ বা তেল প্রবেশ করালে।
৬ জবরদস্তি করে কেহ রোজা ভাঙ্গালে।
৭ ইনজেকশন বা স্যালাইনের মাধ্যমে মস্তিস্কে ওষুধ পৌঁছালে।
৮ কংকর পাথর বা ফলের বিচি গিলে ফেললে।
৯ সূর্যাস্ত হয়েছে মনে করে ইফতার করার পর দেখা গেল সূর্যাস্ত হয়নি।
১০ পুরা রমজান মাস রোজার নিয়ত না করলে।
১১ দাঁত হতে ছোলা পরিমাণ খাদ্যদ্রব্য গিলে ফেললে।
১২ ইচ্ছাকৃত লোবান বা আগরবাতি জ্বালায়ে ধোয়া গ্রহণ করলে।
১৩ মুখ ভর্তি বমি গিলে ফেললে।
১৪ রাত্রি আছে মনে করে সোবহে সাদিকের পর পানাহার করলে।
পূর্বাশানিউজ/০২-জুন,২০১৭/ফারজানা