বৃহস্পতিবার,১৩ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ


রোযার কাফফারা যেভাবে দিতে হয়


পূর্বাশা বিডি ২৪.কম :
০৩.০৬.২০১৭

পূর্বাশা ডেস্ক:
রোযা আল্লাহর ফরজ বিধান। এ বিধান ভেঙে ফেললে কাফফারা আদায় ওয়াজিব হয়ে যায়। এ কাফফারা আদায় না করলেও মানুষ মহাপাপী বলে সাব্যস্ত হবে। সাহাবি হযরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, এক ব্যক্তি রাসূলুল্লাহ (সা.) এর কাছে এসে বললো, এই হতভাগা রমজানে স্ত্রী সহবাস করেছে। তিনি (রাসূলুল্লাহ) ওই ব্যক্তিকে বললেন, তুমি কি (কাফফারা) একটি গোলাম আযাদ করতে পারবে? লোকটি বললো, না। তিনি বললেন, তুমি কি ক্রমাগত দু’মাস রোজা পালন করতে পারবে? লোকটি বললো, না। তিনি বললেন, তুমি কি ষাটজন মিসকীন খাওয়াতে পারবে? সে বললো, না। এসময় রাসূল (সা.) এর নিকট এক ঝুড়ি খেজুর এলো। নবী (সা.) বললেন, এগুলো তোমার তরফ থেকে লোকদের খাইয়ে দাও ..। (সহিহ বুখারী, ৩য় খ-) ে

রোযা ভাঙার কারণে কাফফারা হচ্ছে, একজন বাদী (ক্রীতদাসী) কিংবা একজন দাস (ক্রীতদাস) আযাদ (মুক্ত) করে দেওয়া। এখন যেহেতু দাস দাসী পাওয়া যায় না, কিংবা তার দাস-দাসী মুক্ত করার মতো যদি টাকা পয়সা না থাকে তাহলে তাকে ধারাবাহিকভাবে দু’মাস তথা ষাটটি রোযা রাখতে হবে। রোযা রাখার সময় (কাফফারা আদায়কালে) মাঝখানে একটা রোযা ছুটে গেলে কাফফারা আদায় হবে না। বরং তাকে আবারো ষাট রোযা শুরু করতে হবে এবং ধারাবাহিকভাবে তা আদায় করতে হবে। তবে রোগাক্রান্ত কিংবা শরিয়ত সম্মত অপারগতার কারণে রোজা ছুটে গেলে কিংবা হায়েয নেফাস হলে এক্ষেত্রে ধারাবাহিকতা ভঙ্গ হলেও কাফফারা আদায় হয়ে যাবে। অবশ্য পরবর্তী যথানিয়মে রোযা আদায় করতে হবে।

যদি দু’মাস বিরতিহীন রোযা রাখা সম্ভব না হয় তাহলে ষাটজন মিসকিনকে দু’বেলা পেটভরে খাবার খাওয়াতে হবে। তবে এক্ষেত্রে যে ষাটজনকে একবেলা খাবার খাওয়ানো হয়েছে তাদেরকেই দ্বিতীয় বেলা খাবার খাওয়াতে হবে। অথবা ষাটজন মিসকিনকে একেকটা সাদকায়ে ফিতর অর্থাৎ প্রায় দুই কিলো থেকে আশি গ্রাম কম পরিমাণ গম অথবা এর মূল্য দিয়ে দিতে পারবে। তবে একজনকে একত্রে ষাটজনের সদকা দিয়ে দিলে রোযার কাফফারা আদায় হবে না। ে

রোযা ভাঙলে কাফফারা অপরিহার্য হওয়ার পূর্বশর্ত হচ্ছে রাত থেকেই রমজানের রোজার নিয়ত করে নেওয়া। যদি দিনে নিয়ত করে এবং ভেঙে ফেলা হয় তাহলে কাফফারা অপরিহার্য নয়, শুধু কাযা দিলে হবে। (আল জাওহারাতুন নাইয়্যারাহ, ১ম খ-) স্বপ্নদোষ হলে রোযা ভঙ্গ হবে না, এটা জানার পরও রোযাদার যদি আহার করে নেয় তবে কাফফারা অপরিহার্য। (রদ্দুল মুহতার, ৩য় খ-) রোযাদার নিজের থুথু ফেলে পুনরায় তা চেঁটে নিলে কিংবা অপরের থুথু গিলে ফেললে রোজার কাফফারা অপরিহার্য। (ফতোয়া আলমগীরী, ১ম খ-) কাঁচা চাল, ভুট্টা, মুগডাল ও কাঁচা যব খেলে রোযার কাফফারা দিতে হবে না বরং ভুনা হলে দিতে হবে। (ফতোয়া আলমগীরী, ১ম খ-) সেহেরির লোকমা মুখে ছিলো এমন সময় সুবহে সাদিক হয়ে গেছে তথা আযান দিয়ে দিলো কিংবা আযান দেয়নি ভুলে খাচ্ছিল হঠাৎ মনে পড়লো আযান তো হয়ে গেছে এমতাবস্থায় যদি খাবার গিলে ফেলে তাহলে কাযার সঙ্গে রোযার কাফফারা দিতে হবে। (ফতোয়া আলমগীরী, ১ম খ-) বর্তমান সময়ে মুসলমানদের অনেকেই রোযা রাখেন না, রোযা রাখলেও আবার বিনা কারণে ভেঙে ফেলেন কিন্তু পরে কাযা দেন না, কাফফারাও আদায় করেন না। তাহলে বড় গুনাহ,গার হবেন।

পূর্বাশানিউজ/০৩-জুন,২০১৭/ফারজানা



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি