সোমবার,২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


তিন দিন ধরে পানিবন্দি চট্টগ্রাম


পূর্বাশা বিডি ২৪.কম :
০৩.০৬.২০১৭

পূর্বাশা ডেস্ক:
ঘূর্ণিঝড় মোরার প্রভাবে ভারি বর্ষণ আর মহেশখালের বাঁধের কারণে তিনদিন ধরে জলাবদ্ধতার ভোগান্তিতে চট্টগ্রামের আগ্রাবাদ ও হালিশহরের একাংশের মানুষ। ঘূর্ণিঝড় মোরার প্রভাবে ভারি বর্ষণ আর মহেশখালের বাঁধের কারণে তিনদিন ধরে জলাবদ্ধতার ভোগান্তিতে চট্টগ্রামের আগ্রাবাদ ও হালিশহরের একাংশের মানুষ।

ঘূর্ণিঝড় মোরার প্রভাবে ভারি বর্ষণ আর মহেশখালের বাঁধের কারণে সৃষ্টি জলাবদ্ধতা থেকে তিন দিনেও মুক্তি মেলেনি চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ ও হালিশহরের একাংশের মানুষের। আগ্রাবাদ ও হালিশহরে প্রায় তিন বর্গ কিলোমিটার এলাকার কয়েক লাখ বাসিন্দা তিনদিন ধরে পানিবন্দি জীবনযাপন করছেন।

তাদের ভোগান্তি চরমে পৌঁছেছে। এসব এলাকায় যান চলাচল না থাকায় একমাত্র ভরসা রিকশা ও ভ্যান।শুক্রবার দিনেও কোনো কোনো এলাকায় হাঁটু পানি থাকায় চরম ভোগান্তিতে পড়েন জুমার নামাজে অংশ নেওয়া হাজারো মুসল্লি।

মঙ্গলবার ঘূর্ণিঝড় মোরা চট্টগ্রাম অতিক্রমের পর ওই রাত থেকেই ভারি বর্ষণ শুরু হয়। তখনই পানি উঠতে শুরু করে আগ্রাবাদ ও হালিশহরের বিস্তৃত এলাকায়। বুধবার সকালে প্রায় পুরো এলাকা তলিয়ে যায়। বৃহস্পতিবার কিছু এলাকায় পানি নামলেও অধিকাংশ এলাকা শুক্রবারও ছিল পানির নিচে।

তিন দিন ধরে পানিতে তলিয়ে আছে হালিশহর এলাকার উত্তম মধ্যশ হালিশহরের একাংশ ও গোসাইলডাঙ্গা ওয়ার্ডের বেপারি পাড়া, হাজিপাড়া, কুসুমবাগ আবাসিক, আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকা, বন্দর কলোনি ও ছোটপুল এলাকা। এসব এলাকায় জমে থাকা হাঁটু সমান পানিতে নষ্ট হয়ে গেছে বাসিন্দাদের আসবাপত্র, কাপড়চোপড়, টিভি ফ্রিজসহ প্রয়োজনীয় যন্ত্রপাতি।

সরেজমিনে দেখা যায়, আগ্রাবাদ এক্সেস রোডের হাঁটুসমান পানিতে রিকশাই একমাত্র বাহন। কেউ কেউ সতর্কতার সাথে সড়কের এক পাশ ধরে হেঁটে যাচ্ছেন গন্তব্যে। নিচতলার বাসা ও অফিস ডুবে আছে পানিতে। পানিমগ্ন দোকানপাটের ভেতরে প্রয়োজনীয় জিনিসপত্র খুঁজছেন ক্ষুদ্র ব্যবসায়ীরা। আটকে থাকা পানির জন্য মহেশখালের উপর নির্মিত বাঁধকে দুষছে এলাকার মানুষ।

বেপারিপাড়ার লেপ-তোষকের দোকানদার হাবিল মিয়া বলেন, লোন (ঋণ) করে ব্যবসার টাকা নিয়েছিলাম। এ পানিতে লেপ-তোষক সব নষ্ট হয়ে গেছে। এতগুলো লেপ-তোষক কোথাও নেওয়ারও সুযোগ পাইনি।”

স্বামীর কষ্টার্জিত আয়ের সঞ্চয় থেকে ফ্রিজ কিনেছিলেন হাজিপাড়ার গৃহিনী সালমা বেগম। পানিতে সে ফ্রিজটা নষ্ট হয়ে যাওয়ায় আক্ষেপ তার কন্ঠে।

তিনি বলেন, এত দ্রুত পানি ঢুকেছে বাসায়, শুধু নিজেরা সরতে পেরেছি। জমানো টাকায় ফ্রিজটা কিনেছিলাম মাস তিনেক আগে। পানিতে ফ্রিজটা নষ্ট হয়ে গেছে। ঘরের সব আসবাবপত্রও পানিতে ভিজে ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে।”

বেপারিপাড়ার বাসিন্দা তাজুল ইসলাম বলেন, ঘরে খাটের ওপর পানি। গত তিন রাত ঘুমাতে পারিনি। এখনো এলাকায় হাঁটু পানি। আরেকটু কমলে পাম্প বসিয়ে পানি সরানো যেত। এখন তাও করতে পারছি না। কিভাবে দিন কাটছে তা দেখার কেউ নেই। মহেশখালের বাঁধ অপসারণ আন্দোলনের নেতৃত্ব দেওয়া নগর আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলম সুজন বলেন, মহেশখালের উপর চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের দেওয়া এ বাঁধ উজানের পাঁচ লাখ মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলেছে।

এমনকি কেউ মারা গেলে অন্য এলাকায় নিয়ে গিয়ে দাফন করতে হচ্ছে। ঈদের জামাত পড়তে পারে না এলাকার মানুষ। এটা মানুষের জীবনযাপন নয়। এ যেন হলিউড মুভি ‘ওয়াটার ওয়ার্ল্ড’। সুজন বলেন, জনগণের অর্থের অপচয় করে যারা জনভোগান্তির সৃষ্টি করেছেন তাদের চিহ্নিত করে বিচার করা উচিত।ক্ষতিগ্রস্ত মানুষদের ক্ষতিপূরণও দিতে হবে। বাঁধের উজানে মহেশখালের চার কিলোমিটার পলি জমে (সিল্টেশন) ভরাট হয়ে গেছে জানিয়ে তিনি বলেন, “সিটি মেয়র পুরো মহেশখাল খনন করার যে সিদ্ধান্ত দিয়েছেন, তার জন্য তাকে ধন্যবাদ জানাই।

গোসাইলডাঙ্গা এলাকার কাউন্সিলর মো. হাবিবুল হক বলেন, আমরা বাঁধ এলাকায় গিয়ে দেখেছি আজও। বাঁধের একপাশ দিয়ে পানি নামছে। যদি আল্লাহ সহায় হয়, তাহলে কালকের মধ্যে পানি নেমে যাবে।

পূর্বাশানিউজ/০৩-জুন,২০১৭/ফারজানা



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি