সোমবার,২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


মোরা’র আঘাত থেকে এখনো ঘুরে দাড়াঁতে পারছেনা ক্ষতিগ্রস্ত পরিবারগুলো


পূর্বাশা বিডি ২৪.কম :
০২.০৬.২০১৭

পূর্বাশা ডেস্ক:

ঘূর্ণিঝড় ‘মোরা’র আঘাতে এখনো চরম দুর্ভোগের মুখে রয়েছে কক্সবাজারের ক্ষতিগ্রস্ত পরিবারগুলো। ত্রাণের আশা ছেড়ে ঘুরে দাড়াঁনোর চেষ্টা করছেন তারা।

ঘূর্ণিঝড় ‘মোরা’র তা-বে কক্সবাজারে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ৫২ হাজার ৫শ’ ৩৯ টি পরিবার। গৃহহীন হয়ে পড়েছে ১৭ হাজার ২৩টি পরিবার।

নিম্নআয়ের গৃহহীন বহু পরিবার এখনো খোলা আকাশের নিচে জীবন কাটাচ্ছে। কারো অভিযোগ, তাদের খোঁজ নিচ্ছে না কেউ।

তবে জেলা প্রশাসক জানিয়েছেন, তাদের কাছে পর্যাপ্ত ত্রাণ রয়েছে এবং ক্ষতিগ্রস্থ বাড়িঘরের তালিকা করে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

এদিকে, ১৮ সদস্যের একটি দল নিয়ে কক্সবাজার সফর করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের ত্রাণ দিতে সরকার বাধ্য বলে মন্তব্য করেন তিনি।

উপকূলের মানুষের প্রত্যাশা, সরকারি-বেসরকারি সহায়তায় আবারো ঘুরে দাঁড়াতে পারবেন তারা।

পূর্বাশানিউজ/০২-জুন,২০১৭/ফারজানা



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি