রবিবার,৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


ইউনূসের তদন্ত বন্ধে হিলারির হুমকি অনৈতিক


পূর্বাশা বিডি ২৪.কম :
০৬.০৬.২০১৭

পূর্বাশা ডেস্ক:

আবারো আলোচনায়, নোবেলজয়ী ডক্টর মুহাম্মদ ইউনূস। তার বিষয়ে তদন্ত বন্ধে বাংলাদেশকে হিলারি ক্লিনটনের হুমকির বিষয়টি খতিয়ে দেখছে মার্কিন প্রশাসন। একে মার্কিন জবাবদিহিতার প্রকৃষ্ট উদাহরণ বলছেন, বাংলাদেশের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডাক্তার দীপু মনি। আর সাবেক কূটনীতিক হুমায়ুন কবীরের মতে, ব্যক্তি স্বার্থের জন্য রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার, কূটনীতিকের কাজ নয়। এটা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না।

গুঞ্জন ছিল, ডক্টর ইউনূসের নোবেল পাওয়ার পেছনে লবিস্ট হিসেবে কাজ করেছেন বিল ক্লিনটন। সেই গুঞ্জনকে এবার আনুষ্ঠানিকভাবে অভিযোগ হিসেবে উল্লেখ করলেন মার্কিন সিনেট কমিটির চেয়ারম্যান চাক গ্রাসলি।

কয়েকদিন আগে গ্রাসলির চিঠিতে যোগ হয় হিলারির নামও। বলা হয়, বাংলাদেশ সরকারকে একাধিকবার হুমকি দেয়া হয়, ইউনূসের সাথে বিরোধ মেটানোর। বন্ধ করতে বলা হয় এনবি আরের তদন্ত। ব্যক্তিগত সম্পর্ক প্রাধান্য দিতে গিয়ে রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করেন হিলারি। এ বিষয়ে সিনেটের বিচার বিভাগীয় কমিটি বেশ কয়েকটি প্রশ্নের জবাব চেয়ে চিঠি দিয়েছে, পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনকে। অভিযুক্তদের তালিকায় আছেন ঢাকার তৎকালীন মার্কিন রাষ্ট্রদূত জেমস মরিয়ার্টি, ড্যান মজেনা, জন ড্যানলোভিচসহ আরো দু’জন।

ব্যক্তিগত সম্পর্কের প্রভাব খাটিয়ে এমন হুমকি কিংবা চাপ প্রয়োগ কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এমন মত সাবেক কূটনীতিক হুমায়ুন কবীরের।

সেই সময় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন, ডা. দীপু মনি। তার মতে, বিষয়টি এখনও তদন্তাধীন রয়েছে।

তবে দু’জনেই মনে করেন, ব্যক্তিস্বার্থের কারণে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের সম্পর্ক নষ্ট করতে পারবে না কেউ।

মার্কিন সিনেট কমিটির চেয়ারম্যান, ১৫ জুনের মধ্যে বিস্তারিত জানাতে অনুরোধ করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে।

পূর্বাশানিউজ/০৬-জুন,২০১৭/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি