রবিবার,৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


আজ ঐতিহাসিক ৬ দফা দিবস


পূর্বাশা বিডি ২৪.কম :
০৭.০৬.২০১৭

পূর্বাশা ডেস্ক:

আজ ৭ জুন, ঐতিহাসিক ৬ দফা দিবস। ১৯৬৬ সালের এইদিনে বাঙালির মুক্তির সনদ হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৬ দফা ঘোষণা করেন। আইয়ুব খানের মার্শাল ল’ শাসন, ’৬২-এর শিক্ষানীতিসহ সকল অগণতান্ত্রিক সিদ্ধান্তের প্রতিবাদে এবং পূর্ব বাংলার জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষে তিনি পাকিস্তানের লাহোরে ৬ দফা তুলে ধরেন। পরবর্তীতে যা পূর্ব বাংলার জনগণের মাঝে ছড়িয়ে দেন।

এই ৬ দফার পরিক্রমায়ই পরবর্তীতে ‘৬৯ এর গণঅভুত্থান, ’৭০ এর নির্বাচনে বাঙালিদের অবিচ্ছেদ্য নেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন বঙ্গবন্ধু। আর ১৯৭১ সালের স্বাধীনতা আন্দোলনে ৬ দফা হয়ে ওঠে বাঙালির অনুপ্রেরণা।

প্রতিবছরের ন্যায় এবারও আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলো দিবসটি মর্যাদার সঙ্গে পালন করবে।

এ উপলক্ষে বুধবার সূর্য উদয়ক্ষণে ধানমন্ডির বঙ্গবন্ধু ভবনে, দলের কেন্দ্রীয় কার্যালয় ও দেশব্যাপী দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করবে আওয়ামী লীগ। সকাল সাড়ে ৮ টায় বঙ্গবন্ধু ভবনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করবে দলটি।

এছাড়াও ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের উদ্যোগে বেলা আড়াইটায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের এক বিবৃতিতে ৬ দফা দিবস পালন উপলক্ষে গৃহীত কেন্দ্রীয় কর্মসূচির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে দেশব্যাপী সকল সাংগঠনিক জেলা, মহানগর, উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ডে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালনের আহ্বান জানিয়েছেন।

পূর্বাশানিউজ/০৭-জুন,২০১৭/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি