শনিবার,১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


৯ বছরে চট্টগ্রামে পাহাড় ধসে মারা গেছেন ২৫০ জন


পূর্বাশা বিডি ২৪.কম :
১৪.০৬.২০১৭

পূর্বাশা ডেস্ক:

বৃহত্তর চট্টগ্রামের তিন জেলায় একদিনেই ২০টিরও বেশি পাহাড়ে ধস নেমেছে। এতে প্রাণ গেছে প্রায় একশ মানুষের। এর আগে গেল ৯ বছরে বৃহত্তর চট্টগ্রামে পাহাড় ধসে মারা গেছেন, কমপক্ষে আড়াইশো জন।

বিশেষজ্ঞরা বলছেন, অবাধে মাটি কাটা, বৃক্ষনিধন ও বসতি গড়াই পাহাড়ে বড় হচ্ছে মৃত্যুর মিছিল।

২০০৭ সালের ১১ জুন পাহাড় ধসে একদিনেই বন্দরনগরীতে নিহত হয়েছিল ১২৮ জন। এরপর, মঙ্গলবারই সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটলো বৃহত্তর চট্টগ্রামে।

মৃত্যুর মিছিল সবচেয়ে দীর্ঘ পার্বত্য জেলা রাঙ্গামাটিতে। সেখানে একদিনেই ১০টির বেশি এলাকায় পাহাড়ধস হয়েছে, যাতে সেনা সদস্যসহ প্রাণ গেছে বহু মানুষের। জেলাটিতে একদিনে এত বেশি সংখ্যক স্থানে পাহাড় ধসের ঘটনা এই প্রথম। বিশেষজ্ঞরা বলছেন, অনেকদিন ধরে অত্যাচার চলছে পাহাড়ের ওপর, যার করুণ পরিণতি এসব দুর্ঘটনা।

রাঙ্গামাটি, বান্দরবানসহ বৃহত্তর চট্টগ্রামে এমনিতেই হাজার হাজার মানুষ পাহাড়ে বাস করছে ঝুঁকি নিয়ে। তাদের সরানোর পাশাপাশি, পাহাড় ব্যবস্থাপনায় বিভিন্ন সময়ে বিশেষজ্ঞরা নানা সুপারিশ দিলেও তা বাস্তবায়ন হয়নি। নেই শক্ত কোন পদক্ষেপ। ফলে, কেবলই বাড়ছে পাহাড়ধস আর মৃত্যুর মিছিল।

গেল নয়বছরে, চট্টগ্রাম ও তিন পার্বত্যজেলায় পাহাড়ধসে মারা গেছে অন্তত আড়াইশো মানুষ।

পূর্বাশানিউজ/১৪,জুন ২০১৭/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি