শনিবার,১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » বিনোদন » ‘যারা যুদ্ধের আদেশ দেন তাদেরই আগে লড়াইয়ের ময়দানে পাঠানো উচিত’


‘যারা যুদ্ধের আদেশ দেন তাদেরই আগে লড়াইয়ের ময়দানে পাঠানো উচিত’


পূর্বাশা বিডি ২৪.কম :
১৬.০৬.২০১৭

পূর্বাশা ডেস্ক :

বজরঙ্গী ভাইজান খ্যাত বলিউড অভিনেতা সালমান খান বলেছেন, ‘যারা যুদ্ধের আদেশ দেন তাদেরই আগে লড়াইয়ের ময়দানে পাঠানো উচিত। হাতে বন্দুক ধরিয়ে দিয়ে তাদের বলা উচিত যে এই নাও ভাই, যুদ্ধ কর।

১৯৬২ সালের চীন-ভারত যুদ্ধের সময়কার গল্প নিয়ে তৈরি হয়েছে সালমান খানের পরবর্তী ছবি ‘টিউবলাইট’। সেই ছবির প্রচারণা চালাতে গিয়ে একটি অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

সালমানের সোজাসাপ্টা কথা, যুদ্ধবাজদের একদিনের মধ্যেই দম ফুরিয়ে যাবে, পা কাঁপতে শুরু করবে আর সোজা আলোচনার টেবিলে গিয়ে বসবে। আসলে যুদ্ধের সময়ে দুই তরফেই মৃত্যু হয় মানুষের।

ভারত-পাকিস্তানের মধ্যে ক্রমশ বেড়ে চলা উত্তেজনার মধ্যে সালমান খানের এই বক্তব্যকে শান্তির বার্তা বলেই দেখা হচ্ছে। তবে সামাজিক মাধ্যমে ওই বক্তব্যের জন্য সালমান সমালোচিতও হচ্ছেন।

টিউবলাইট ছবিতে সালমান এমন এক ব্যক্তির চরিত্রে অভিনয় করছেন যার ভাইকে যুদ্ধের সময়ে বন্দি করে নিয়ে গেছে শত্রুপক্ষ। ২৫ জুন ঈদে ছবিটি মুক্তি পাবে।

পূর্বাশানিউজ/১৬-জুন,২০১৭/ফারজানা



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি