সোমবার,২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


ঈদের কর্মব্যস্ততায় ঘুম নেই দর্জিদের


পূর্বাশা বিডি ২৪.কম :
২০.০৬.২০১৭

পূর্বাশা ডেস্ক:

ঈদের আর কয়েকদিন বাকি থাকায় দর্জিদের  ব্যস্ততা কয়েকগুণ বেড়ে গেছে। অর্ডার অনুযায়ি সময়মতো ক্রেতাদের হাতে ঈদ পোশাক তুলে দিতে সারাদিন কাজ চালিয়ে যাবার পরেও রাত জেগে সেলাইয়ের কাজ চালিয়ে যাচ্ছেন তারা।

গভীর রাতে ঢাকার শহর নিরব হয়ে গেলেও দর্জির দোকানের সেলাই মেশিন গুলোর কোন নিরবতা নেই। তাদের মেশিনগুলো হাত ও পায়ের কসরতে একে একে তৈরি করে যাচ্ছে মানুষের ঈদের প্রিয় পোশাক।

রাজধানীর ঝিগাতলা থেকে এক দর্জি কারিগর বলেন, ঈদের সময় অনেক চাপ থাকে। তবে সময়মতো ক্রেতাদের পোশাক দিয়ে দিতে হবে। আরেকজন বলেন, ঈদের সময় কাজ করতে আমাদের খুব আনন্দ লাগে। যাদের কাপড় তৈরি করতেছি তারাও উপকৃত হয়।

বছরের অন্যান্য সময় না দেখা গেলেও প্রতি ঈদেই বাড়তি চাপ সামলাতে রাতজেগে দর্জিদের এই পরিশ্রম চোখে পড়ে। রাত গভীর হলেও দর্জিদের যেন কোন ক্লান্তি নেই।

রাতভর চলা এ কর্মযোগ্য শেষ হয় সেহরীর সময়। শুরু হয় আবার পরেরদিন সকালে।

পল্টন এলাকা থেকে এক দর্জি মালিক বলেন, কারিগররা সেহরি খেয়ে ঘুমায় আবার সকাল ১০টার দিকে কাজ শুরু করে। ঈদের সময় এভাবেই বাস্ততার মাঝে থাকতে হয়।

এতো পরিশ্রমের পরে নির্ধারিত সময়ে গ্রাহকদের হাতে পোশাক তুলে দেয়ার মধ্যদিয়ে তাদের সকল ক্লান্তি দূর হয় বলে জানালেন কারিগররা।

২০/০৬/ ২০১৭/ Choity.



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি