সোমবার,২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


শেষ মূহুর্তে জমে উঠেছে ঈদের বাজার


পূর্বাশা বিডি ২৪.কম :
২০.০৬.২০১৭

পূর্বাশা ডেস্ক:

ঈদের সময় যতই এগিয়ে আসছে ততই জমে উঠেছে চাঁপাইনবাবগঞ্জ, ঠাকুরগাঁও, ভোলাসহ দেশের ঈদের কেনাকাটা। বিক্রেতারা ক্রেতাদের আকৃষ্ট করতে দেশীবিদেশী পোশাকের পসড়া সাজিয়ে বসেছেন। ক্রেতারা যাতে নিবিঘেœ কেনাকাটা করতে পারে তার জন্য জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।

চাঁপাইনবাবগঞ্জের বিপনী বিতানগুলোতে পছন্দের পোশাক কিনতে ভিড় করছেন সব বয়সী মানুষ। বরাবরের মতো মার্কেটগুলোতে চাহিদার শীর্ষে ভারতীয় পোশাক থাকলেও এবার কাপড়ের মান ও ডিজাইন ভাল হওয়ার পাশাপাশি গরমের কারনে বেড়েছে দেশী সুতি পোশাকের চাহিদা। বিক্রেতারা জানান ভারতের চেয়ে আমাদের দেশীয় পণ্যগুলো অনেক উন্নত এবং দামও কম।

ভোলা শহরের কে জাহান শপিং কমপ্লেক্্র, জিয়া সুপার মার্কেট, জাহাঙ্গীর প্লাজা, চকবাজার সহ সব জায়গাতেই রয়েছে ক্রেতাদের ভিড়। পোশাক, গয়না, জুতার দোকানগুলো মুখর ক্রেতাদের পদচারনায়। দেশী পোশাকের পাশাপাশি বিদেশী পোশাকের পসড়া সাজিয়ে বসেছেন বিক্রেতারা। কোন অনাকাক্সিক্ষত ঘটনা যাতে না ঘটে তার জন্য জোরদার করা হয়েছে নিরাপত্তার ব্যবস্থা। ভোলা পুলিশ সুপার মো: মোকতার হোসেন বলেন,‘যতক্ষন পর্যন্ত দোকান খোলা থাকবে ততক্ষন পর্যন্ত আমাদের পুলিশ উপস্থিত থাকবে’।

উত্তরের সীমান্তবর্তী জেলা ঠাকুরগাঁওয়ে জমে উঠেছে ঈদের কেনাকাটা। তবে পণ্যের দাম নিয়ে ক্রেতা-বিক্রেতাদের মধ্যে দেখা যাচ্ছে মতবিরোধের। ক্রেতারা জানান এখানে পণ্যের দাম অনেক বেশি। এই জেলার প্রায় ৮০ ভাগ মানুষ কৃষিকাজের সাথে জড়িত। তাই রোজার শুরুতে বিক্রি কিছুটা কম হলেও শেষ মূহুর্তে বাজার জমে উঠায় খুশি বিক্রেতারা।

২০/০৬/ ২০১৭/ Choity.



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি