ডেস্ক :
ভারতে পাচার হওয়ার চার বছর পর দেশে ফিরলো ৯ জন বাংলাদেশি নারী ও শিশু। বৃহস্পতিবার বিকেলে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে ভারতীয় পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদেরকে হস্তান্তর করেন। এ সময় বিজিবির কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
দেশে ফেরত আসারা হচ্ছেন জোহরা খাতুন, রিনা বিবি খাতুন, জান্নাতুল ফেরদৌস, রোজিনা খাতুন, সাগরিকা, সালমা খাতুন, জোসনা বেগম এবং শিশু রবিউল ও শামিম। এদের বাড়ি যশোর, নড়াইল, সুনামগঞ্জ, চুয়াডাঙ্গা, সাতক্ষীরা, খাগড়াছড়ি ও চট্টগ্রাম জেলার বিভিন্ন এলাকায়।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশ ও বিজিবি সূত্র জানায়, দেশে ফেরত আসা ৯ জন বাংলাদেশি নারী ও শিশু বিনা পাসপোর্টে ভারতে গিয়ে সে দেশের আলীপুর ও মুম্বাই পুলিশের হাতে আটক হন। পরে তাদেরকে পুলিশ জেলহাজতে পাঠায়। সেখান থেকে ‘লিলুয়া’ ও ‘সংলাপ’ নামে দুটি মানবাধিকার সংস্থা তাদেরকে ছাড়িয়ে নিয়ে নিজেদের হেফাজতে রাখেন। পরে ভারত সরকারের দেওয়া বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে তাদের দেশে ফেরত পাঠানো হয়।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ (ওসি) ওমর শরিফ ৯ জন বাংলাদেশি নারী ও শিশু ফেরত আসার বিষয়টি নিশ্চিত করে জানান, বাংলাদেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী তাদেরকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে যশোর মহিলা আইনজীবী সমিতি তাদেরকে গ্রহণ করে অভিভাবকের কাছে তুলে দেবেন।
পূর্বাশানিউজ/২৩-জুন,২০১৭/ফারজানা