বৃহস্পতিবার,২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ


মালয়শেয়িায় অবধৈ ৫১৫ বাংলাদশেি আটক


পূর্বাশা বিডি ২৪.কম :
০২.০৭.২০১৭

পূর্বাশা ডেস্ক :

ছয় মাসওে বনিামূল্যে বধৈতার সুযোগ ই-র্কাড গ্রহণ না করায় ৫১৫ বাংলাদশেকিে আটক করছেে মালয়শেয়িার ইমগ্রিশেন পুলশি।

রোববার দশেটরি গণমাধ্যম দ্য স্টাররে অনলাইন সংস্করণ জানায়, সাঁড়াশি অভযিানরে মাধ্যমে ৩ শশিু ও ১০১ নারীসহ মোট ১ হাজার ৩৫ জন বদিশেি নাগরকি আটক করা হয়।

শুক্রবার রাতে শুরু হওয়া ওই অবধৈ নাগরকিদরে ধরতে অভযিানটি ছলি প্রথম ধাপ। আরো কয়কে দফা অভযিান চালানো হবে বলে জানয়িছেে দশেটরি সরকার।

৩০ জুন বধৈ হওয়ার জন্য ইনর্ফোসমন্টে র্কাড বা ইর্কাড প্রকল্পরে ময়োদ শষে হবার পর মধ্যরাতে অভযিান শুরু করে দশেটরি ইমগ্রিশেন পুলশি।

অভযিানরে পর ইমগ্রিশেনরে ডজিি দাতুক শরেি মোস্তাফার আলি জানান, দশেজুড়ে ১৫৫টি স্থানে অভযিান চালানো হয়ছে।ে আটককৃতদরে মধ্যে বাংলাদশেরে ৫১৫, ইন্দোনশেয়িার ১৩৫, ময়িানমাররে ১০২, ফলিপিাইনরে ৫০ ও ভয়িতেনামরে ২ জন নাগরকি রয়ছেনে।

এর আগে শুক্রবার সাংবাদকিদরে উদ্দশ্যেে দয়ো বক্তব্যে মোস্তাফার আলি জানান, যারা ভাবছনে ই-র্কাড এর ময়োদ বাড়ানো হবে তাদরে জন্য বলছ,ি কোনো উপায়ইে এর ময়োদ বাড়ানো হবে না। আমরা দশেরে র্স্বাথ ও র্সাবভৌমত্ব রক্ষায় দৃঢ় প্রতজ্ঞি। অবধৈ অভবিাসী শ্রমকিদরে দশেছাড়া করতে প্রতদিনিই চলবে আমাদরে অভযিান।

পূর্বাশানিউজ/০২-জুলাই,২০১৭/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি