রবিবার,১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


দেশের বিদ্যুৎ পরিস্থিতি কখনো ঠিক হবে না


পূর্বাশা বিডি ২৪.কম :
০৯.০৭.২০১৭

পূর্বাশা ডেস্ক :

দেশের বিদ্যুৎ পরিস্থিতি কখনো ঠিক হবে না বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি শনিবার বিকালে জেলা প্রশাসনের কার্যালয়ে অনুষ্ঠিত সিলেট জেলার উন্নয়ন সভায় তিনি এই কথা বলেন। তিনি আরো বলেন, সরকারের লক্ষ্যমাত্রা ২০২৪ সালের মধ্যে ২৪০০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন আদৌ সম্ভব নয়। একটি দেশের উন্নয়নে পর্যাপ্ত বিদ্যুৎ তাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিদ্যুৎ ছাড়া দেশের উন্নয়নতো হবেই না বরং উন্নয়নের ধারা নিচের দিকে যাবে বলে মন্তব্য করেন অর্থমন্ত্রী। জেলা প্রশাসক রাহাত আনোয়ারের সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন- জাতিসংঘের সাবেক স্থায়ী প্রতিনিধি ড. আবদুল মোমেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরীসহ জেলার নিতৃবৃন্দ। এদিকে- সিলেটে ফোয়ারা উদ্বোধন শেষে অর্থমন্ত্রী বলেছেন- প্রবাসী বাঙালিরা এখন প্রবাসে স্থায়ীভাবে বসবাসে আগ্রহী হয়ে উঠায় দেশে রেমিট্যান্স কম পাঠাচ্ছেন। এছাড়া প্রেরণ ফি বেশি হওয়াও রেমিট্যান্স প্রবাহ কমে যাওয়ার অন্যতম কারণ। তাই আগামী মাসে রেমিট্যান্স প্রেরণ ফি কমানোর সম্ভাবনা রয়েছে। অর্থমন্ত্রী আরো বলেন, ‘রেমিট্যান্স প্রবাহ বাড়াতে আগামী মাস থেকেই ফি কমানো হবে। প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স দেশের অর্থনীতিতে বিশাল ভূমিকা পালন করে, তাই এ সিদ্ধান্ত নেবে সরকার।’ সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, সরকারি হিসাবে জমির মূল্য খুবই কম নির্ধারণ করায় অনেকে বাইরে টাকা পাঠিয়ে দিচ্ছে। এতে অর্থ পাচার বাড়ছে বলেও মন্তব্য করেন অর্থমন্ত্রী। এ সময় সিসিক কর্মকর্তাবৃন্দ, জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

৯ জুলাই ২০১৭/ Choity.



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি