রবিবার,১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


বুধ গ্রহের এই গহ্বরটির নাম আবেদিন


পূর্বাশা বিডি ২৪.কম :
০৯.০৭.২০১৭


পূর্বাশা ডেস্ক :

বুধ গ্রহের এই গহ্বরটির নাম আবেদিন। ১১৬ কিলোমিটার ব্যাসের এই গহ্বরটির নাম আমাদের শিল্পাচার্য জয়নুল আবেদিনের নামে নামকরণ করা হয়েছে।

ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন সিদ্ধান্ত নিয়েছে বুধ গ্রহের সবগুলো গহ্বরের নাম রাখা হবে বিশ্ববিখ্যাত লেখক ও শিল্পীদের নামে। যেসব লেখক ও শিল্পী গত পঞ্চাশ বছর ধরে বিখ্যাত এবং নামকরণের সময় থেকে কমপক্ষে তিন বছর আগে মৃত্যুবরণ করেছেন শুধুমাত্র তাদের নামই বিবেচিত হবে।

সেই হিসেবে ২০০৯ সালের ৯ জুলাই শিল্পী জয়নুল আবেদিনের নাম বুধ গ্রহে স্থান পেয়েছে।

৯ জুলাই, ২০১৭/ Choity.



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি