শনিবার,৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ


নতুন ধর্মের প্রয়োজন নেই: শাহরুখ খান


পূর্বাশা বিডি ২৪.কম :
১২.০৭.২০১৭

পূর্বাশা ডেস্ক:

অমরনাথ যাত্রীদের ওপর হামলার সমালোচনা করলেন শাহরুখ খান। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে হামলার সমালোচনা করেন তিনি। ধর্মে ধর্মে যাতে সম্প্রীতি বজায় থাকে, তা নিয়ে সরব হয়েছেন শাহরুখ।

আসন্ন ছবি ‘জাব হ্যারি মেট সেজাল’ এর প্রমোশনে হাজির হয়ে অভিনেতা বলেন, তার বাড়িতে সব ধর্মের প্রার্থনাই হয়। ভারতে অনেক ধর্ম রয়েছে। আর নতুন কোনও ধর্মের প্রয়োজন নেই। প্রতিটি ধর্মেই রয়েছে শান্তি, প্রীতি ও সম্প্রীতি। এই তিনটির সাম্য বজায় রাখা প্রয়োজন। এ কথাই আমাদের শোনার চেষ্টা করতে হবে।’

তিনি বলেন, যেভাবে নিরীহ প্রাণগুলিকে হত্যা করা হল, তা অত্যন্ত দুঃখজনক। মৃত এবং আহতের পরিবারের ওপর সমবেদনা রইল। পরিবারগুলি যেন সমস্ত বিপদ কাটিয়ে উঠতে পারে, সেই প্রার্থনাই করেন বলিউডের বাদশাহ।

এদিকে অমরনাথ যাত্রীদের ওপর হামলার তীব্র নিন্দা করেছেন অক্ষয় কুমার, হুমা কুরেশি, ফারহান আখতার থেকে শুরু করে হানশাল মেহতা এবং মহেশ ভাট।

পূর্বাশানিউজ/১২ জুলাই ২০১৭/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি