শনিবার,৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ


বিশ্বে কতগুলো পরমাণু অস্ত্র আছে


পূর্বাশা বিডি ২৪.কম :
১২.০৭.২০১৭

পূর্বাশা ডেস্ক:

উত্তর কোরিয়া সাফল্যের সঙ্গে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করার পর পরমাণু অস্ত্র নিয়ে বিশ্বের উদ্বেগ আরও বেড়ে গেছে।
উত্তর কোরিয়ার সামরিক সক্ষমতা নিয়ে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই দেশটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো। সেইসঙ্গে যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসন উত্তর কোরিয়ার পদক্ষেপের বিরুদ্ধে তার বাগাড়ম্বর জোরদার করেছে।
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জিম ম্যাটিস পরমাণু অস্ত্র ব্যবহার করলে উত্তর কোরিয়ার বিরুদ্ধে কার্যকর ও সর্বাত্মক জবাব দেয়ার হুমকি দিয়েছেন।
বিশ্বের অন্যান্য স্থানেও পরমাণু অস্ত্রের বিস্তারের বিষয় নিয়ে বিস্তর বাগাড়ম্বর চলছে। গত ডিসেম্বরে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন বলেন, ২০১৭ সালে পরমাণু অস্ত্র সক্ষমতা জোরদার করাই হবে তাদের লক্ষ্য। সেসময় ডোনাল্ড ট্রাম্প এক টুইটার বার্তায় একই কাজ করার অঙ্গীকার করেন।
এধরণের বক্তব্য পরমাণু অস্ত্র নিয়ে বিশ্বের উদ্বেগ এবং যারা পরমাণু অস্ত্রভা-ারের দায়িত্বে রয়েছেন তাদের সম্পর্কে অনিশ্চয়তা বাড়িয়ে দিয়েছে।
পরিস্থিতি দেখে মনে হচ্ছে, স্বাভাবিক বোধশক্তিতে ফিরে আসা থেকে বিশ্ব অনেক দূরে রয়েছে। কারণ সারা বিশ্বের পরমাণু শক্তিধর দেশগুলোর কাছে রয়েছে ১৫ হাজার পারমাণবিক ওয়ারহেড। এর মধ্যে বেশিরভাগই আছে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার কাছে। ১০ হাজারের কিছু কম ওয়ারহেড বিভিন্ন দেশের সামরিক বাহিনীতে কার্যকর রয়েছে বলে ধারণা করা হয়। বাকীটা ধ্বংস করে ফেলার জন্য রাখা হয়েছে বলে অস্ত্র নিয়ন্ত্রণ সংস্থার তথ্যে জানা যায়।
যেসব দেশের কাছে পরমাণু অস্ত্র আছে
পরমাণু অস্ত্র বিস্তার নিরোধ চুক্তিতে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়া পরমাণু অস্ত্রধর দেশ হলো পাঁচটি। এগুলো হলো: চীন, ফ্রান্স, রাশিয়া, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র।
চুক্তি অনুযায়ী, উল্লেখিত দেশগুলোর পরমাণু অস্ত্র থাকার বিষয়টি স্বীকৃত এবং বৈধ। কিন্তু দেশগুলো চিরকালের জন্য ওইসব অস্ত্র সংরক্ষণ করতে পারবে না। বরং তারা এসব অস্ত্র ধ্বংস করতে প্রতিশ্রুতিবদ্ধ।
এছাড়াও বিশ্বের আরও চারটি দেশের কাছে পরমাণু অস্ত্র রয়েছে। এগুলো হলো: পাকিস্তান, ভারত, ইসরায়েল ও উত্তর কোরিয়া। এসব দেশ পরমাণু অস্ত্র বিস্তার নিরোধ চুক্তিতে স্বাক্ষর করেনি। তবে এসব দেশের কাছে সব মিলিয়ে ৩৪০টি পরমাণু অস্ত্র আছে বলে ধারণা করা হয়।
বিশ্বের পরমাণু অস্ত্রভা-ারের ৮৮ শতাংশেরই মালিক হলো যুক্তরাষ্ট্র ও রাশিয়া।

১২/০৭/২০১৭/ Choity.



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি