রবিবার,১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


বিশ্বের প্রথম তারহীন চার্জিং ল্যাপটপ আনল ডেল


পূর্বাশা বিডি ২৪.কম :
১৩.০৭.২০১৭

পূর্বাশা ডেস্ক:

মার্কিন প্রতিষ্ঠান ডেল বিশ্বের প্রথম তারহীন চার্জিং ল্যাপটপ উন্মুক্ত করেছে। ডেল ল্যাটিচুড ৭২৮৫ মডেলের এই ল্যাপটপে আছে তারহীন চার্জিং কীবোর্ড এবং চার্জিং ম্যাট।

চলতি বছরের জানুয়ারিতে কনজুমার ইলেকট্রনিক শো’তে এই ল্যাপটপের ঘোষণা দেয় ডেল। আর এখন যুক্তরাষ্ট্রের বাজারে ১ হাজার ১৯৯ ডলারে এই ডিভাইস বিক্রি শুরু হয়েছে। তবে চার্জিং কীবোর্ড এবং ম্যাটের দাম এর সাথে সংযুক্ত নয়। এই ম্যাট আলাদা ভাবে বিক্রি করছে প্রতিষ্ঠানটি। যার দাম যথাক্রমে ৩৭৯ ডলার এবং ১৯৯ ডলার।

এই ল্যাপটপের স্পেসিফিকেশনে রয়েছে- ১২ ইঞ্চি ডিসপ্লে এবং ইনটেল ক্যাবিলেক চিপ। এছাড়া ৮জিবি অথবা ১৬ জিবি র‍্যামে রয়েছে ৫১২ স্টোরেজ যা মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে বাড়ানো যাবে। প্রতিষ্ঠানটির দাবি, এই একের ভিতর দুই ল্যাপটপ ট্যাবলেট মোডে ৬ ঘন্টার বেশি ব্যাটারি ব্যাক আপ দিবে এবং কীবোর্ড সাথে যুক্ত অবস্থায় ৯ ঘন্টা ব্যাক আপ দিবে।

পূর্বাশানিউজ/১৩ জুলাই ২০১৭/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি