রবিবার,১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


ধর্মকে মানসিক রোগ বললেন ব্রিটিশ স্নায়ুবিজ্ঞানী


পূর্বাশা বিডি ২৪.কম :
১৩.০৭.২০১৭

পূর্বাশা ডেস্ক:

ব্রিটেনের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের প্রফেসর এবং স্নায়ু বিজ্ঞানী রবার্ট সাপোলস্কি একজন স্বঘোষিত নাস্তিক। তার মতে, ধর্ম কিংবা বিশ্বাস আসলে একটি মানুষের মানসিক রোগ।

নিজের সম্পর্কে তিনি বলেন, ‘আমি একটি গোঁড়া ইহুদি পরিবারে বেড়ে উঠেছি এবং ১৩ বছর বয়স পর্যন্ত আমি ধর্ম দ্বারা অনুপ্রাণীত ছিলাম। কিন্তু কিশোর বয়সেই আমি আমার জীবনের লক্ষ্য ঠিক করি এবং জীবনকে ধর্মীয় অনুশাসনমুক্ত করার মনস্থির করি।’

কয়েকটি লেকচারে সাপোলস্কি ধর্মকে একটি অংশগ্রহণমূলক বা সম্মিলিত সিজোফ্রেনিয়া বলে উল্লেখ করেন। তিনি বলেন, ‘এই রোগটি প্রথমে একজন মানুষের মধ্যে বাসা বাঁধে; যাকে নবী কিংবা ধর্মগুরুর আখ্যা দেওয়া হয়। পরবর্তীতে এটি অন্যের মধ্যে বিকশিত হয়।’

তার মতে, দৃষ্টান্ত এবং শিক্ষা দিতে গিয়ে ধর্মগুরুরা যেসব কাহিনী বর্ণনা করেন, যেমন- ৭ দিনে দুনিয়া নির্মাণের কাহিনী, কুমারীর গর্ভধারণের মতো বিষয়গুলো নিশ্চিতভাবেই সাজানো গল্প এবং এগুলো অত্যন্ত এককেন্দ্রিক।

তিনি যুক্তি দেখান যে, ধর্মীয় রীতিনীতিগুলো আসলে জোরজবরদস্তিমূলক এবং বাধ্যতামূলক অনুশাসনের উপর প্রতিষ্ঠিত। ধর্মীয় মানুষেরা মানসিক স্বস্থির জন্য এই অনুশাসনের কাছে মাথা নত করে।

তার মতে, কারো জন্য ধর্মীয় অনুশাসন মেনে চলা চ্যালেঞ্জিং। তবে, এ পথেও বিভিন্ন ঘটনা এবং সামাজিক কাঠামোকে বিচার বিবেচনা করার জন্য তার একটি ইন্টারেস্টিং দৃষ্টিকোন থাকে।

১৩/০৭/ ২০১৭/ Choity.



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি