রবিবার,১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


শরীরে বুলেট ঢুকলেও বেঁচে যাবেন আপনি!


পূর্বাশা বিডি ২৪.কম :
১৫.০৭.২০১৭

পূর্বাশা ডেস্ক:

বছর ছয়েক আগে একটি ঘটনা জানা যায় ইন্টারনেটে, যাতে বলা হয় একজন নারীর বুকে গুলি লাগার পরেও তিনি বেঁচে যান তার ব্রেস্ট ইমপ্ল্যান্টের কারণে। বুলেটের টুকরোগুলো তার হৃৎপিণ্ড এবং অন্যান্য জরুরী অঙ্গের খুব কাছাকাছি চলে গিয়েছিল, ইমপ্ল্যান্ট না থাকলে নিশ্চিত মারা যেতেন তিনি, ২০১০ সালে জানান বেভারলি হিলসের কসমেটিক সার্জন ডক্টর আশকান গাভামি। প্রশ্ন হলো, বুলেটের আঘাত থেকে মানুষকে রক্ষা করার জন্য কি আসলেই ব্রেস্ট ইমপ্ল্যান্ট কার্যকর? এরই উত্তর খুঁজে বের করেছেন ইউনিভার্সিটি অফ উটাহ এর গবেষকেরা।

জার্নাল অফ ফরেনসিক সায়েন্সেস এ প্রকাশিত হয় তাদের গবেষণা। তারা কিছু ব্যালিস্টিক টেস্ট করেন। একটি স্যালাইন ব্রেস্ট ইমপ্ল্যান্টের ওপর গুলি ছুঁড়ে দেখা হয় তা আসলেই বুলেটের গতি কমিয়ে বা তাকে পথচ্যুত করে মানুষের আহত হবার সম্ভাবনা কমাতে পারে কিনা।

মাত্র আড়াই মিটার দূর থেকে এই ইমপ্ল্যান্টের ওপরে গুলি ছোঁড়া হয়। কৃত্রিম এই স্তনের পেছনে রাখা হয়েছিল এক টুকরো ব্যালিস্টিকস জেলাটিন, যা কিনা অনেকটা মানুষের পেশীর মতোই। ইমপ্ল্যান্ট সরিয়ে আবার এই জেলাটিনের ওপরেও সরাসরি গুলি করা হয়।

ফলাফল হিসেবে দেখা যায়, এই ব্রেস্ট ইমপ্ল্যান্ট আসলেই জেলাটিনের ক্ষতির পরিমাণ কমায়। দেখা যায়, সামনে ইমপ্ল্যান্ট রেখে গুলি করলে জেলাটিনের ভেতরে বুলেট ঢোকার দুরত্ব কমে যায় ২০.৬ শতাংশ। ইমপ্ল্যান্ট ছাড়া বুলেট জেলাটিনের ভেতরে ৪০.২ সেন্টিমিটার ঢুকে যায়। আর সামনে ইমপ্ল্যান্ট রাখলে জেলাটিনের ভেতরে বুলেট ঢুকতে পারে ৩১.৯ সেন্টিমিটার। মানুষের শরীরের কথা চিন্তা করে দেখুন। এই কয়েক সেন্টিমিটার দুরত্বই হতে পারে জীবন ও মৃত্যুর মাঝে ব্যবধান।

“এদেরকে ছোট এয়ারব্যাগ হিসেবে কল্পনা করে নিতে পারেন আপনি”, নিউ সায়েন্টিস্টকে বলেন এই গবেষণার একজন লেখক ক্রিস্টোফার পানুচ্চি। গবেষণার ফলাফল থেকে তারা ধারণা করতে পারেন একটি ব্রেস্ট ইমপ্ল্যান্ট আসলেই মানুষকে গুলির আঘাত থেকে বাঁচাতে পারে। শুধু তাই নয়। ছুরিকাঘাত, ওপরে থেকে পড়ে যাওয়া এবং গাড়ি দুর্ঘটনাতেও আপনাকে সুরক্ষা দিতে পারে এই ইমপ্ল্যান্ট।

তবে এই গবেষণা যাই বলুক না কেন, একদম কাছে থেকে গুলি করলে আপনার বাঁচার আশা একেবারেই ক্ষীণ, ইমপ্ল্যান্ট থাকুক বা না থাকুক। ইমপ্ল্যান্ট থাকা সত্ত্বেও আপনার বুকে ৩১.৯ সেন্টিমিটারের একটা ক্ষত হবে। শুধু তাই নয়, গুলির আঘাতে ইমপ্ল্যান্টটাও ছিঁড়ে যাবে এবং এর ভেতরের উপাদান ছড়িয়ে পড়বে আপনার শরীরে, এ থেকেও কিছু জটিলতার সৃষ্টি হতে পারে।

পূর্বাশানিউজ/১৫ জুলাই ২০১৭/রুমকী

 



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি