রবিবার,১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


রোবট ওয়েটার


পূর্বাশা বিডি ২৪.কম :
১৫.০৭.২০১৭

পূর্বাশা ডেস্ক:

পাকিস্তানের প্রাচীন শহর মুলতানের একটি পিৎজা রেস্টুরেন্টে ওয়েটার হিসেবে দেখা যাবে একদল রোবটকে। নারীদের পোশাক পরিহিত রোবট ওয়েটার আপনার খেদমতে হাসিমুখে প্রস্তুত থাকবে। শতবর্ষী সুফি-সাধুদের মাজার, আমবাগান ও হস্তশিল্পের জন্য বিখ্যাত মুলতানে ঘুরতে গেলে রোবট ওয়েটারের হাতে পিৎজা খেয়ে আসতে পারেন। খুব মজার ব্যাপার হলো, তিনটি রোবট ওয়েটারের নামও ঠিক করেছে পিৎজা ডটকম নামের প্রতিষ্ঠানটি। তিনটি রোবট ওয়েটারের নাম রাবিয়া, অ্যানি ও জেনি। প্রতিষ্ঠানটির মালিক ওসামা জাফরি জানান, রোবট ওয়েটার নিয়ে আসাতেই তাদের ব্যবসা বেশ চাঙ্গা হয়ে উঠেছে।

আহমেদ নামে ১২ বছর বয়সী এক ক্রেতা বলেন, আমরা অনেক জায়গায় খেতে গিয়েছি। কিন্তু আমার আঙ্কেল জানালেন, এখানে রোবট ওয়েটার পিৎজা দেয়। রোবটের হাত থেকে পিৎজা পেয়ে খুব ভালো লেগেছে। সত্যি, শিশু-কিশোর, তরুণ; এমনকি বয়স্কদেরও বেশ টানছে রোবট ওয়েটারওয়ালা সেই পিৎজার দোকানটি। প্রতিষ্ঠানটির মালিক ওসামা জাফরি পড়াশোনা করেছেন ইঞ্জিনিয়ারিংয়ে। ইসলামাবাদের জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় রোবট ওয়েটারের প্রতি আগ্রহ তৈরি হয় তার। মা-বাবার আর্থিক সহায়তায় রোবট বানানো শুরু করেন তিনি। স্থানীয়ভাবে যন্ত্রপাতি জোড়া লাগিয়ে তিনটি রোবট ওয়েটার তৈরি করতে তার খরচ হয় ৬ লাখ রুপি (৬ হাজার মার্কিন ডলার)।

পূর্বাশানিউজ/১৫ জুলাই ২০১৭/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি