শনিবার,১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


চট্টগ্রামে নেভি রোড এলাকায় বন্য হাতির আক্রমণে এক নৌ সদস্য নিহত


পূর্বাশা বিডি ২৪.কম :
১৮.০৭.২০১৭

পূর্বাশা ডেস্ক:

চট্টগ্রামের কাপ্তাই উপজেলার নেভি রোড এলাকায় বন্য হাতির আক্রমণে এক নৌ সদস্য নিহত হয়েছেন। এ ঘটনা ঘটে সোমবার (১৭ জুলাই) রাত ১০টার দিকে কর্মস্থল থেকে নিজ বাসায় ফেরার সময়। নিহত নৌবাহিনীর সদস্যর নাম মোহাম্মদ তৌহিদ (৪০)। তিনি কাপ্তাই শহীদ মোয়াজ্জেম নৌঘাঁটিতে কর্মরত ছিলেন।স্থানীয় সূত্র জানা যায়, বেশ কিছু দিন ধরে কাপ্তাইয়ের ব্যস্ত নৌবাহিনী সড়কে বন্য হাতির উৎপাত বৃদ্ধি পেয়েছে। অনেক সময় দিনের বেলাতেও হাতির পাল ব্যস্ত সড়ক দখল করে মূল সড়কে বসে থাকে। সোমবার রাত ১০টার দিকে নৌ সদস্য তৌহিদ ঘাঁটি থেকে বের হয়ে সড়ক ধরে কাছাকাছি এলাকায় তার নিজ বাসায় ফিরে যাওয়ার সময় বন্য হাতির আক্রমণের শিকার হন। হাতির পাল তাকে পা দিয়ে পিষ্ট করে এবং শুঁড় দিয়ে আছড়ে হত্যা করে বনের ভেতর ঢুকে যায়। ঘটনার সময় ওই সড়কে আরো কিছু যানবাহন ও লোকজন থাকলেও তারা পালিয়ে আত্মরক্ষা করে। খবর পেয়ে নৌবাহিনী ঘাঁটি থেকে সহকর্মীরা এসে তৌহিদের লাশ উদ্ধার করে। কাপ্তাই উপজেলা চেয়ারম্যান দিলদার হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

পূর্বাশানিউজ/১৮ জুলাই ২০১৭/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি