রবিবার,৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


চট্টগ্রামে ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত


পূর্বাশা বিডি ২৪.কম :
১৯.০৭.২০১৭

পূর্বাশা ডেস্ক:

চট্টগ্রাম শহরে র‌্যাবের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ আবুল কালাম (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন। র‌্যাবের ভাষ্যে, তিনি ‘তালিকাভুক্ত সন্ত্রাসী’।

বুধবার ভোরে নগরীর পলোগ্রাউন্ড মাঠে গোলাগুলির এ ঘটনা ঘটে।

র‌্যাবের তথ্য অনুযায়ী, ফেনীর সোনাগাজী উপজেলার বড় দরবেশ গ্রামের হোসেন আহমদের ছেলে আবুল কালাম স্থানীয়ভাবে ‘ল্যাংরা কালাম’ নামে পরিচিত ছিলেন। একটি জলদস্যু দল পরিচালনা করতেন তিনি।

র‌্যাব আরো জানায়, পলোগ্রাউন্ড মাঠে একদল সশস্ত্র লোকের অবস্থানের খবর পেয়ে রতাদের একটি টহল দল ভোরের দিকে সেখানে যায়।

মাঠে থাকা সন্ত্রাসীরা র‌্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে। এসময় দুই পক্ষের মধ্যে গোলাগুলি শুরুর কিছুক্ষণ পর সন্ত্রাসীদের অনেকে দেয়াল টপকে পালিয়ে গেলে মাঠে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়।

গুলিবিদ্ধ কালামকে হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনাস্থল থেকে একটি একে-২২ রাইফেল, ৭.৬৫ ক্যালিবারের একটি বিদেশি পিস্তল এবং কিছু গুলি উদ্ধারের কথা জানিয়েছে র‌্যাব।

পূর্বাশানিউজ/১৯ জুলাই ২০১৭/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি