মঙ্গলবার,২১শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


এ’ তে এক হও মুসলমান, গ’ তে গান গাওয়া ভালো নয়


পূর্বাশা বিডি ২৪.কম :
২৬.০৭.২০১৭

পূর্বাশা ডেস্ক:

কোমলমতী শিশুদের অাদর্শলিপি বইয়ে সাম্প্রদায়িক বিষয় বস্তু ঢুকিয়ে ব্যবসা করছে বেশ কিছু প্রকাশনা প্রতিষ্ঠান।

এসব বইতে লিখা আছে : এ’তে এক হও মুসলমান, গ’তে গান গাওয়া ভালো নয়।

রাজধানীর বাংলাবাজার থেকে প্রকাশিত কয়েকটি আদর্শলিপি পর্যালোচনা করে দেখা গেছে। ঐসব বইয়ে শিশুদের সংস্কৃতি বিমুখ করার যথেষ্ট উপাদান রয়েছে। এ নিয়ে সরকারের নজরদারি না থাকায় উদ্বেগ প্রকাশ করেছে শিক্ষাবিদ ও অভিভাবকরা।

আদর্শলিপি দিয়েই শিক্ষাজগতে হাতেখড়ি হয় শিশুদের। যার প্রভাব পড়ে তার বাকি জীবন চলার পথে। আর এতে যদি থাকে সাম্প্রদায়িকতার বীজ, তাহলে কি এটাকে আদর্শলিপি বলা যাবে?

রাজধানীর বাংলাবাজারের বেশ কয়েকটি প্রকাশনায় প্রতিষ্ঠানে পাওয়া গেছে সাম্প্রদায়িক লেখায় ভরা বেশি কিছু আদর্শলিপি। অভিভাবকরা এই বিষয়টি নিয়ে প্রতিবাদ করলেন। শিশু মস্তিষ্কে এই ধরণের সাম্প্রদায়িকতা প্রবেশ করানোর চেষ্টাকে অপরাধ বলে মনে করেন তারা।

এই বিষয়ে শিক্ষাবিদ অধ্যাপক ড. সৈয়দ মনজুরুল ইসলাম বলেন, সব ধরণের পাঠ্যবই সাম্প্রদায়িকতা মুক্ত না করা গেলে অসাম্প্রদায়িক বাংলাদেশের স্বপ্ন স্বপ্নই থেকে যাবে। কারণ, ২০৭১ সালে বাংলাদেশ কোথায় দাঁড়াবে, সেই শিক্ষার দিকে যদি আমরা তাকাই তাহলে আমাদের এখন থেকেই নজর দিতে হবে। তা না হলে ২০৭১ সালে যখন বাংলাদেশের স্বাধীনতার ১০০ বছরের পুর্তি অনুষ্ঠান করবেন । তখন কিন্তু তারা ৭১ সম্পর্কে জানবে না। তাই এই বিষয়ে সরকারের কঠোর নজরদারি দেওয়া দরকার বলে আমি মনে করি।

একই বিষয়ে শিক্ষাবিদ অধ্যাপক ড. সৌমিত্র শেখর  বলেন, এমন কোনো কিছু শিশুদের কানে তুলে দেওয়া উচিত হবে না যেটি আমাদের ইতিহাস নষ্ট করবে। এই সব বিষয়ে সরকারিভাবে দেখভাল করা দরকার। এমন বই আর তৈরি করতে না পারে সেটার ব্যবস্থা নেওয়া দরকার।

শিশু মস্তিস্কে সাম্প্রদায়িকতার বীজ ঢুকে যাওয়ার অপচেষ্টার বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা জরুরি বলেও মনে করেন শিক্ষাবিদরা।

২৬/০৭/২০১৭ / Choity.



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি