মঙ্গলবার,২১শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


সৃজনশীল প্রশ্ন বুঝতে অসুবিধা হয় ৩৫ শতাংশ শিক্ষার্থীর!


পূর্বাশা বিডি ২৪.কম :
৩১.০৭.২০১৭

পূর্বাশা ডেস্ক:

দেশের মাধ্যমিক পর্যায়ে প্রায় ৩৫ শতাংশ শিক্ষার্থীর সৃজনশীল প্রশ্ন বুঝতে অসুবিধা হচ্ছে। এ সকল শিক্ষার্থীর অধিকাংশই গ্রামের বিদ্যালয়ের। সৃজনশীল প্রশ্ন পদ্ধতির জ্ঞানমূলক, অনুধাবনমূলক, প্রয়োগ ও উচ্চতর দক্ষতা, তার মধ্যে শিক্ষার্থীরা জ্ঞানমূলক ও অনুধাবনমূলক বিষয়ের উপর প্রশ্ন ভালো ভাবে উত্তর দিতে পারলেও প্রয়োগ ও উচ্চতর দক্ষতামূলক প্রশ্নের উত্তর দিতে পারছে না।

মাধ্যমিক শিক্ষার উন্নয়নে নেওয়া সেকেন্ডারি এডুকেশন সেক্টর ডেভেলমেন্ট প্রজেক্ট (এসইএসডিপি) এর প্রভাব মূল্যায়নে করা জরিপে এ তথ্য উঠে এসেছে।

জরিপের তথ্য বিশ্লেষণ করে উল্লেখ করা হয়েছে, ২০১৫ ও ২০১৭ সালের মাধ্যমিক পরীক্ষায় পাসের হারে নেতিবাচক প্রভাব পড়ার মূল কারণ গণিত, বিজ্ঞান ও ইংরেজিতে কম নম্বর পাওয়া। ফলে শিক্ষার্থীদের ৫৯ দশমিক ৮ শতাংশ উক্ত বিষয়গুলো বুঝতে প্রাইভেট পড়তে হয় এবং গাইড বই অনুসরণ করতে হয়।

প্রভাব মূল্যায়নে জরিপ করার জন্য ৮টি বিভাগ হতে আনুপাতিক হারে ২১টি জেলার মাধ্যমিক পর্যায়ে মোট ৭৬৮ জনকে নির্বাচিত করা হয়। প্রতিবেদনের সমীক্ষার তথ্যানুযায়ী পরীক্ষা পদ্ধতি সংস্কার করে সৃজনশীল প্রশ্নপদ্ধতি প্রণয়নে এখনো কিছুটা ঘাটতি রয়েছে।

এদিকে জরিপকালে ৭০ ভাগ শিক্ষক বলেছেন, সৃজনশীল প্রশ্নপদ্ধতি ও পাঠ্যক্রম পরিবর্তনের ফলে শিক্ষার্থীদের প্রাইভেট পড়া, কোচিং এ যাওয়া ও বই মুখস্ত করার প্রবণতা কমেছে। অন্যদিকে শিক্ষার্থীদের মতে শিক্ষকদের ৪০ ভাগ তাদের প্রাইভেট পড়তে উত্সাহিত করেন বলে জরিপকালে জানিয়েছে।

তবে সমীক্ষা প্রতিবেদনে উপবৃত্তি প্রসঙ্গে শিক্ষকদের মতামত বিশ্লেষণ করে উল্লেখ করা হয়েছে, ৯৫ দশমিক ৪ ভাগ শিক্ষক বলেছেন উপবৃত্তির ফলে বিদ্যালয়ের শিক্ষার্থী ভর্তির হার বেড়েছে এবং মেয়েদের বাল্য বিবাহ অনেকটা রোধ হয়েছে।

অন্যদিকে ৯১ ভাগ শিক্ষক বলেছেন, ঝরেপড়ার প্রবণতা কমেছে। এই বৃত্তির মাধ্যমে গরিব ও হতদরিদ্র শিক্ষার্থীদের বিশেষ করে ছাত্রীরাই বেশি উপকৃত হয়েছে। প্রায় ৭৮ ভাগ উপবৃত্তি প্রাপ্ত শিক্ষার্থী বলেছেন, উপবৃত্তির অর্থ তারা মোবাইল ব্যাংকিং সেবার মাধ্যমে পেয়েছেন। ৮৫ ভাগ শিক্ষার্থী বলেছেন, যদি উপবৃত্তির টাকা তারা নাও পায় তবুও তারা পড়াশুনা চালিয়ে যাবে।

পূর্বাশানিউজ/৩১ জুলাই ২০১৭/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি