রবিবার,৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


উপবৃত্তির টাকা না দেয়ায় শিক্ষককে পিটুনি


পূর্বাশা বিডি ২৪.কম :
২৭.০৭.২০১৭

পূর্বাশা ডেস্ক:

ফেল করা ছাত্রকে উপবৃত্তির টাকা না দেয়ায় ব্রাহ্মণবাড়িয়া সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের এক শিক্ষককে পেটানোর অভিযোগ উঠেছে ইন্সিটিউটের কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে।

বুধবার প্রতিষ্ঠানের ভেতরে এই ঘটনা ঘটে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে তিন শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ।

আটকরা হলেন শহরতলীর বিরাসার এলাকার তরিকুল ইসলাম (১৯), একরামুল হক (২১) এবং শহরের মধ্যপাড়া এলাকার ফয়সাল (২২)।

শিক্ষার্থীদের হামলার শিকার বিদ্যালয়ের গণিত বিভাগের শিক্ষক মাসুদুর রহমান জানান, প্রতিবছর উপস্থিতির ওপর সরকারি উপবৃত্তি দেয়া হয়। যেসব শিক্ষার্থীর উপস্থিতির হার ৬৫ থেকে ৮০ শতাংশ থাকে তাদের এই উপবৃত্তি দেয়া হয়।

তিনি জানান, তরিকুল ইসলাম নামে এক ছাত্র এবারের এসএসসি পরীক্ষায় ফেল করায় তাকে উপবৃত্তি দেয়া হয়নি। উপবৃত্তি যেন দেয়া হয় সেজন্য সে আমাকে সুপারিশ করতে বলে। রাজি না হওয়ায় কয়েকজন ছাত্রকে নিয়ে সে আমার ওপর হামলা চালায় এবং মারধর শুরু করে। পরে সহকর্মীরা এসে আমাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নবীর হোসেন জানান, এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।

পূর্বাশানিউজ/২৭ জুলাই ২০১৭/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি