রবিবার,৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


আজ থেকে ২৪ ঘণ্টা খোলা চট্টগ্রাম বন্দর


পূর্বাশা বিডি ২৪.কম :
০১.০৮.২০১৭

পূর্বাশা ডেস্ক:

চট্টগ্রাম সমুদ্রবন্দর ২৪ ঘণ্টা খোলা রেখে আমদানি-রপ্তানি সচল রাখার কার্যক্রম শুরু হয়েছে। আজ থেকে আন্তঃমন্ত্রণালয়ের গৃহীত সিদ্ধান্ত কার্যকর হয়েছে বলে নিশ্চিত করেছেন চট্টগ্রাম বন্দরের সদস্য (প্রশাসন) জাফর আলম।

এ ব্যাপারে চট্টগ্রাম বন্দর সূত্র জানায়, আজ থেকে চট্টগ্রাম বন্দরের ব্যাংক ও কাস্টমস অফিস ২৪ ঘণ্টা খোলা রাখা হবে। আমদানি-রপ্তানিকারকরা যাতে দেশের বৃহত্তম এই বন্দর থেকে সার্বক্ষণিক পূর্ণ সুযোগ-সুবিধা নিতে পারেন- সে কারণেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

বন্দর কর্তৃপক্ষ আরো জানায়, চট্টগ্রাম বন্দরের দু’টি গ্যান্ট্রি ক্রেন বিকল রয়েছে। তবে নতুন তিনটি রাবার গ্যান্ট্রি ক্রেন এরই মধ্যে চট্টগ্রাম বন্দরে আনা হয়েছে। এ বছরের মধ্যে আরো ১১টি রাবার গ্যান্ট্রি ক্রেন আনা হবে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।

পূর্বাশানিউজ/0১ আগষ্ট ২০১৭/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি