সোমবার,৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


একাত্তর টিভির ওয়েবসাইট হ্যাক


পূর্বাশা বিডি ২৪.কম :
০১.০৮.২০১৭

পূর্বাশা ডেস্ক:

বাংলাদেশের বেসরকারি টেলিভিশন চ্যানেল একাত্তর টিভির ওয়েবসাইট (https://ekattor.tv/) হ্যাক করেছে তুরস্কের হ্যাকার ব্ল্যাকম্যান।

৩১ জুলাই দুপুরে এই সাইট হ্যাক করা হলেও পরদিন সকালে এই প্রতিবেদন লেখা পর্যন্তও সাইটটি হ্যাক অবস্থায় দেখা গেছে। একাত্তর টেলিভিশনের দায়িত্বশীল কেউ এ বিষয়ে কথা বলতে রাজি হননি। তবে শিগগির হ্যাক সাইট উদ্ধার করা হবে বলে  জানান।

ওয়েবসাইট হ্যাক করে সাইটের মূল অংশে ডান দিকে একজন অস্ত্র হাতে নিয়ে দাঁড়িয়ে আছে এবং ব্যাকগ্রাউন্ডে তুরস্কের পতাকা টানিয়ে দিয়ে নিচে লেখা হয়েছে ‘হ্যাক বাই ব্ল্যাকম্যান’। তবে কেন এই সাইট হ্যাক করা হয়েছে সাইটে হ্যাকার সে সম্পর্কে কোনো ম্যাসেজ দেয়নি।

এর আগে ২০১৩ সালের ৫ মে একাত্তর টিভির ওয়েবসাইট হ্যাক করে প্রধানমন্ত্রীর মৃত্যুর খবর প্রকাশ করেছিল হ্যাকাররা।

পূর্বাশানিউজ/০১আগষ্ট ২০১৭/রুমকী

 



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি